এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) এখনও পর্যন্ত একাধিক ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছিল। তবে গতকাল পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের (PAK vs UAE) ম্যাচের আগে থেকেই একাধিক নাটকীয় মুহূর্ত তৈরি হয়। দীর্ঘ টালবাহানের মধ্যে ম্যাচ শুরু হতে বেশ কিছু সময় দেরি হয়েছিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে সুপার ৪’এ পৌঁছেছে পাকিস্তান। কিন্তু ম্যাচ চলাকালীন ঘটে যায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। গুরুতর আহত হন মাঠে থাকা আম্পায়ার। এই ঘটনা বর্তমানে ক্রিকেট মহলে চর্চায় রয়েছে।
Read More: Asia Cup 2025: বিতর্ককে পিছনে ফেলে জয় পাকিস্তানের, আমিরশাহীকে হারিয়ে মিললো সুপার ফোরের টিকিট !!
গুরুতর চোট আম্পায়ারের-

ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্যতা প্রকাশ করেননি। টসের সময়েও একইরকম ছবি ধরা পড়ে। এই ঘটনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের (Andy Pycroft) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইসিসিকে (ICC) আবেদন করেছিল। এই দাবি মানা না হলে তারা সংযুক্ত আরব আমিরাতের (PAK vs UAE) বিপক্ষে ম্যাচ বয়কট করবে বলে পর্যন্ত জানায়।
ফলে গতকাল এশিয়া কাপের (Asia Cup 2025) গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হতে অনেকটাই দেরি হয়েছিল। অন্যদিকে ম্যাচ চলাকালীন দ্বিতীয় ইনিংসে যখন সংযুক্ত আরব আমিরাত ষষ্ঠ ওভারে ব্যাটিং করছিল। সেই সময় উইকেটকিপার মহম্মদ হারিস (Mohammad Haris) বলটি বোলার সাইম আইয়ুবকে (Saim Ayub) দেওয়ার জন্য ছুঁড়ে দেন। কিন্তু বলটি সোজাসুজি উড়ে এসে ফিল্ড আম্পায়ার রুচিরা পল্লিয়াগুরুগের (Ruchira Palliyaguruge) বাঁ কানের নিচে এসে আঘাত করে। সঙ্গে সঙ্গে ফিজিও ছুটি আসেন এবং তাকে চিকিৎসার জন্য মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বাকি সময় পল্লিয়াগুরুগের পরিবর্তে বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেলকে (Gazi Shoel) দায়িত্ব পালন করতে দেখা যায়।
দেখুন সেই ভিডিওটি-
ওয়াসিম আকরামের বিতর্কিত মন্তব্য-

আম্পায়ার বিতর্কের মধ্যেই গতকাল যখন মাঠের মধ্যে এই অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে সেই সময় পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের (Wasim Akram) বিতর্কিত মন্তব্য সামনে আসে। তিনি ধারাভাষ্যকার করার সময় বলেন, “বলটি সঠিক জায়গায় আঘাত করেছে।” এই রকম অমানবিক মন্তব্যে সোশ্যাল মিডিয়া জুড়ে বর্তমানে বিতর্কের ঝড় উঠেছে। অন্যদিকে পাকিস্তান ম্যাচে প্রথম ইনিংসে ফখর জামানের (Fakhar Zaman) অর্ধশতরানে ভর করে ১৪৬ রান সংগ্রহ করে।
এই রান তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরাত দুরন্ত শুরু করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মাত্র ১০৫ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। আবরার আহমেদ (Abrar Ahmed) ৪ ওভারে ১৩ রান খরচ করে শেষ পর্যন্ত ২ টি উইকেট তুলে নেন। ফলে পাক বাহিনী এশিয়া কাপের (Asia Cup 2025) গ্ৰুপ ‘এ’তে ৪ পয়েন্ট নিয়ে শেষ করেছে তাদের নেট রান রেট +১.৭৯০। সুপার ৪’এর প্রথম ম্যাচেই তারা ভারতের (IND vs PAK) বিপক্ষে মাঠে নামবে।