IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এন্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় ম্যাচটি বিখ্যাত এজবাস্টনে খেলছে। সিরিজের প্রথম ম্যাচ হেরে ভারত ১-০ ব্যবধানে এই সিরিজে পিছিয়ে পরেছে। ভারতকে উন্নতি করতে গেলে এই ম্যাচটি যেকোনো মূল্যে জিততে হবে। প্রথম দিন শেষে অবশ্য চালকের আসনেই রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু, ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য এই টেস্ট চলাকালীন উঠে এসেছে এক দুঃসংবাদ। রোহিত শর্মা ও বিরাট কোহলির পর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন তারকা খেলোয়াড় যিনি বিরাট কোহলির নেতৃত্বে একের পর এক ম্যাচে ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
অবসর নিচ্ছেন বিরাটের হাতিয়ার

তিনি আর কেউ নন ভারতীয় দলের তারকা পেশার উমেশ যাদব (Umesh Yadav)। সূত্রের দাবি খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন উমেশ যাদব। তার পক্ষে ভারতীয় দলে পুনরায় সুযোগ পাওয়া সহজ নয়। বয়স বাড়ার সাথে সাথে তার পারফরমেন্সের উপরেও প্রভাব পড়তে শুরু করে দিয়েছিল। শেষবার ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন উমেশ। এরপর থেকে আর ভারতীয় দলের জায়গা হয়নি এই তারকা পেসারের।
Read More: IND vs ENG 2nd Test: নেতৃত্ব পেয়েই মতিভ্রম শুভমান গিলের, দ্বিতীয় টেস্টের শুরুতেই মিললো প্রমাণ !!
প্রায় আড়াই বছর আগে শেষবার ভারতীয় দলের জার্সিতে খেলেছিলেন উমেশ। সেই ফাইনালে উমেশের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। প্রথম ইনিংসে ২৩ ওভারে ৭৭ রান ব্যয় করে ফেলেন উমেশ। এরপর, দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। ২০৯ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ক্যাঙ্গারু বাহিনী, ফলে ভারত দ্বিতীয় প্রচেষ্টায়ও চ্যাম্পিয়ন হতে ব্যার্থ হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে উমেশ নিজেই অবসরের ইঙ্গিত দিলেও এখনও ভারতীয় দলে ফেরার আকাঙ্খা রয়েছে তাঁর। তাঁর মতে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলে তাঁর কোনো জায়গা নেই। মন্তব্য করে তিনি জানিয়েছেন, “আমি নিজেও নিজেকে এই পরিস্থিতিতে ভারতীয় দলের এই সেট আপে নির্বাচিত করতাম না। আমি বেশ কিছু ম্যাচ খেলতে চাই, ম্যাচ ফিট হতে চাই, প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলতে চাই ও তারপর দলে ফিরতে চাই।”
উমেশের জন্য ভারতীয় দলে ফেরার রাস্তা বন্ধ

উমেশ চাইলেও এখন আর ভারতীয় দলের অংশ হতে পারবেন না। বিসিসিআই তরুণ প্রতিভা বেছে নিচ্ছে ভবিষ্যতের দিকে তাকিয়ে। যে কারণে উমেশকে বাধ্য হয়েই অবসর নিতে হবে। উমেশ ভারতীয় দলের জার্সিতে ৫৭ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন। যার মধ্যে ভারতের মাটিতে ৩২ টেস্টে ১০১ উইকেট। ভারতের মাটিতে টেস্টে পেসারদের জন্য সেভাবে সুবিধা থাকে না, তবুও ঘরের মাটিতে তাঁর এই সাফল্য তাঁর প্রতিভার পরিচয় দেয়। উমেশ ভারতের হয়ে ৭৫টি ওডিআই ম্যাচে ১০৬টি ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন।