আসন্ন পুরুষদের এশিয়া কাপ ২০২৫কে ঘিরে ক্রিকেট বিশ্বে উত্তেজনা তুঙ্গে। এবার আট দলের মধ্যে বসতে চলেছে এশিয়া কাপের আসর। এবারের এশিয়া কাপের মঞ্চে আবার মুখোমুখি হতে চলেছে ভরত ও পাকিস্তান। দুবাইয়ে শুরু হতে চলা আসরকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বেড়েই চলেছে। পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে যখন ক্রিকেটপ্রেমীরা ব্যস্ত, তখনই ভারতের মহিলা ক্রিকেটে ঘটেছে এক বড় পরিবর্তন। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে মহিলা ক্রিকেট বিশ্বকাপের আসর। আর এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দলে পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া। কাকতালীয়ভাবে ভাগ্য খুলেছে আসামের প্রতিভাবান উইকেটরক্ষক-ব্যাটার উমা ছেত্রীর।
দল থেকে বাদ পড়লেন তারকা খেলোয়াড়

আসন্ন মহিলা বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তে উমাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। প্রথমে ঘোষিত দলে ছিল না উমার নাম। যেদিন বিসিসিআই এশিয়া কাপের জন্য ভারতীয় পুরুষ দলের স্কোয়াড প্রকাশ করেছিল সেদিনই মহিলা দের বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ্যে এনেছিল এসেছিল। তবে বৃহস্পতিবার বিসিসিআই একটি বার্তায় স্পষ্ট করে দিয়েছে হাঁটুর চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্স তারকা জাস্তিকা ভাটিয়া ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তন হিসাবে আসামের উমাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “বিশাখাপত্তনমে ভারতের প্রস্তুতি শিবিরের সময় জাস্তিকা ভাটিয়া বাম হাঁটুতে চোট পেয়েছেন। চিকিৎসক দল তার দ্রুত সুস্থতা কামনা করছে।”
Read More: প্রত্যাবর্তন ঈশানের, সহ-অধিনায়ক পদে রাহুল-ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড প্রকাশ্যে !!
দলে এন্ট্রি নিলেন আসামের তারকা

জাস্তিকা অবশ্য ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন না। রিচা ঘোষকে (Richa Ghosh) মূলত একাদশে নিয়মিত খেলতে দেখা যায়। রিচার ব্যাক আপ হিসাবেই মূলত থাকেন ভাটিয়া। সদ্য, ভারত ‘এ’ দলের হয়ে সম্প্রতি অসাধারণ ছন্দ দেখিয়েছিলেন তিনি। যে কারণেই বিশ্বকাপ দলে তাঁর সুযোগ হয়েছিল। যদিও, চোটের কারণে সুযোগ চলে যায় উমা ছেত্রীর কাছে। প্রসঙ্গত, আসামের এই তরুণী এখনও ওয়ানডে অভিষেক করেননি, তবে ভারতের জার্সিতে সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সুযোগ পাওয়া তার ক্যারিয়ারের জন্য নিঃসন্দেহে এক বিশাল অর্জন। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠেই প্রথম বিশ্বকাপ জিততে চাইবে।