"ব্যাগ গুছিয়ে রেখেছি আমরা..." বিশ্বক্রিকেটে হাসির খোরাক PCB, বয়কট বিতর্ক নিয়ে উগান্ডার মন্তব্য ভাইরাল !! 1

PCB: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মুখে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। আবার একবার ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে নাটক শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মঞ্চে, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে সেই অনিশ্চয়তাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ট্রোলিংও চলছে। ক্রিকেট বিশ্বে নানান মজার ঘটনা নিয়ে ট্রোলিং করে থাকে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড, এবার আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের পাশাপাশি উগান্ডা ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেটের মজা নিতে শুরু করল।উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন পাকিস্তানের বদলে বিশ্বকাপ খেলতে প্রস্তুত বলে সমাজমাধ্যমে একটি মজার পোস্ট করেছে।

পাকিস্তান অনিশ্চয়তার সুযোগ নিলো উগান্ডা- আইসল্যান্ড

পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক পোস্ট কার্যত গোটা বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। তারা জানিয়েছে, বিশ্বকাপে যদি কোনও শূন্যস্থান তৈরি হয়, তাহলে তারা সম্পূর্ণ প্রস্তুত। ব্যাগ গোছানো থেকে পাসপোর্ট তৈরি—সবই নাকি রেডি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তারা লিখেছে, “যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও আসন খালি হয়, উগান্ডা প্রস্তুত। ব্যাগ গোছানো, পাসপোর্ট তৈরি। চাপের কথা? আমরা চ্যালেঞ্জের জন্য তৈরি।

Read More: “ধোনির জন্য খেলা ছেড়েছি..”, নিজের অবসর নিয়ে যুবরাজ সিং এবার বিস্ফোরক মন্তব্য করলেন !!

রসিকতার আড়ালে এই পোস্ট আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির দিকেই আঙুল তুলছে। এই প্রেক্ষাপটের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে অস্বীকার জানায়। বাংলাদেশ আইসিসির কাছে ভেন্যু বদলের প্রস্তাব রাখে তবে অল্প সময়ের মধ্যে সেটি সম্ভব নয় এবং ভারতে কোন নিরাপত্তা জনিত সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছিল আইসিসি। সাথে, আইসিসি শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব খারিজ করলে বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়।

বিশ্বকাপ বয়কটের ডাক দিতে পারে পাকিস্তান

Pcb
Pakistan Cricket Team | Image: Getty Images

এরপরই আইসিসি স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে হালকাভাবে নেওয়া হয়েছে। সেই কারণেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তারা বিবেচনা করছে। এই রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই আইসল্যান্ড ক্রিকেট প্রথম ব্যঙ্গ শুরু করে। পাকিস্তান সরে দাঁড়ালে তারা প্রস্তুত, এই বার্তা দিয়ে তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করে। শুধু তাই নয়, কলম্বোগামী বিমানের ভাড়ার স্ক্রিনশট শেয়ার করে শেষ মুহূর্তে ডাক পাওয়ার ‘লজিস্টিক্যাল’ সমস্যা নিয়ে ঠাট্টাও করে। পাকিস্তানের অবস্থান অবশ্য এখনও চূড়ান্ত নয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, সব বিকল্প খোলা রয়েছে। পাকিস্তান সূত্রের খবর ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলংকার জন্য ফ্লাইটের টিকিট বুক করে ফেলেছে। এর থেকে এটা স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে পাকিস্তান বয়কটের ভয় দেখালেও তাদের দৌড় কতটা।

Read Also: ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক বিরাটের, বিশ্বকাপের আগে বড়ো ক্ষতি কোহলির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *