UAE vs IND ASIA CUP 2025 HIGHLIGHTS: এশিয়া কাপে বজ্র গতিতে ভারত! মাত্র ২৭ বলেই ম্যাচ জিতলো সূর্যরা !! 1

এশিয়া কাপের (Asia Cup 2025) দ্বিতীয় ম্যাচে অনবদ্য প্রদর্শন দেখিয়ে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে মাত্র ৫৭ রান বানাতে সক্ষম হয়। যার জবাবে ব্যাটিং করতে এসে ৪.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৬০ রান বানিয়ে ফেলে। ভারতের এই জয়ের সাথে সাথে এ গ্রুপের শীর্ষে গিয়েছে ভারত।

দুরন্ত সূচনা দেন UAE’এর দুই ওপেনার

Asia cup 2025
Alishan Sharafu | Image: Getty Images

টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে সূচনা টা বেশ ভালোই করেছিল ইউএই দলের দুই ওপেনার ব্যাটসম্যান শুরু থেকেই আক্রমণাত্মক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল UAE দল। ওপেনার ব্যাটসম্যান আলিশান শারাফু দুরন্ত ব্যাটিং করেন। ১৭ বলে ২৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তাঁর এই অনবদ্য ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ২৬ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল।

Read More: Asia Cup 2025 BAN vs HK Match Preview: বাংলাদেশকে হারিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি করতে মরিয়া হংকং !!

বুমরাহের ইয়র্কারে ম্যাচে ফিরলো ভারত

Asia cup 2025
Jasprit Bumrah | Image; Getty Images

বুমরাহ টি-টোয়েন্টি দলে ফিরতেই চমক দেখালেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শেষবার দেখা গিয়েছিল তাকে এরপর এশিয়া কাপে আজকের ম্যাচে দুর্দান্ত একটি ইয়র্কারের মাধ্যমে ওপেনার ব্যাটসম্যান আলিশান শারাফুকে প্যাভিলিয়নে ফেরান। ২৬ রানে প্রথম উইকেট হারায় UAE এবং পরের ওভারেই বরুণ চক্রবর্তীর বলে দ্বিতীয় উইকেট হারায় তারা।

কুলদীপের ফিরকির জালে জড়িয়ে পড়ে UAE ব্যাটসম্যানরা

কুলদীপ যাদব তাঁর দ্বিতীয় স্পেলে কোমর ভেঙে দেয় UAE ব্যাটসম্যানদের। নবম ওভারে তিনটি উইকেট নিয়ে নেন। ৫২ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে ফেলে। একই ওভারে ৩ উইকেট নিয়ে পুরোপুরি আরব দলকে ব্যাকফুটে ঠেলে দেয়। দুই ওপেনার ছাড়া বাঁকিরা কেউ রান বানাতে পারেননি এমনকি দুই সংখ্যার স্কোর করতে ব্যর্থ হয়।

কার্যসিদ্ধি করেন শিবম দুবে

UAE vs IND ASIA CUP 2025 HIGHLIGHTS: এশিয়া কাপে বজ্র গতিতে ভারত! মাত্র ২৭ বলেই ম্যাচ জিতলো সূর্যরা !! 2
Kuldeep Yadav and Suryakumar Yadav | Image: Getty Images

১১ তম ওভারে বোলিং করতে আসেন শিবম দুবে। দুবে বোলিং করতে এসে তৃতীয় বলেই উইকেট তুলে নেন। এরপর ১৩ তম ওভারে বোলিং করতে এসে প্রথম ও চতুর্থ বলে উইকেট তুলে নেন। দুবের দুরন্ত বোলিং পারফরম্যান্সে ৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। শেষের দিকে কুলদীপ যাদব বোলিং করতে এসে শেষ উইকেটটি তুলে নেন। ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন এবং UAE দলকে ৫৭ রানে গুটিয়ে দেয়।

২৭ বলেই ম্যাচ জিতে যায় ভারত

UAE vs IND ASIA CUP 2025 HIGHLIGHTS: এশিয়া কাপে বজ্র গতিতে ভারত! মাত্র ২৭ বলেই ম্যাচ জিতলো সূর্যরা !! 3
Abhishek Sharma | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে, অভিষেক শর্মা প্রথম বলেই ছক্কা হাঁকান এবং দ্বিতীয় বলে চার মারেন। অন্যদিকে, শুভমান গিলও আগ্রাসী ব্যাটিং করেন। ১৬ বলে ২টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৩০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তাছাড়া, ৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২০ রান বানান এবং অভিষেক আউট হতেই ক্যাপ্টেন স্কাই ২ বলে ৭ রান বানিয়েছেন। কেবলমাত্র ৪.৩ ওভারেই ভারত এই ম্যাচ জিতে যায় ভারত।

Read Also: Asia Cup 2025: “সবাই মুখিয়ে রয়েছে…” আমিরশাহী’র বিরুদ্ধে ম্যাচ জিতেই পাকিস্তানকে হুঁশিয়ারি সূর্যকুমার যাদবের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *