এশিয়া কাপে (Asia Cup 2025) এই বছর ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে মোট ৮টি দল অংশগ্রহণ করতে চলেছে। ইতিমধ্যেই একে একে অংশগ্রহণকারী দেশগুলি তাদের একাদশ সামনে এনেছে। প্রকাশিত ১৫ সদস্যের ভারতীয় দলে নেতৃত্বের দায়িত্বে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই বিস্ফোরক ব্যাটসম্যানের সঙ্গে সহ অধিনায়কের ভূমিকায় নিজের অবদান রাখবেন শুভমান গিল (Shubman Gill)। এবার এশিয়া কাপের জন্য সর্বশেষ দল হিসেবে নিজেদের স্কোয়াড ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত (UAE)। প্রকাশিত দলে রয়েছেন একাধিক ভারতীয় বংশোদ্ভূত তারকা।
Read More: মাথায় ধোনির হাত থাকায় এশিয়া কাপে পেয়েছেন এন্ট্রি, না হলে রঞ্জি খেলারও যোগ্য নন এই তারকা !!
নেতৃত্বের দায়িত্বে ওয়াসিম-

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem) পাকিস্তানের পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। তারপর তিনি দুবাইয়ে চলে আসেন এবং এই দেশের নাগরিকত্ব নিয়ে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু করেন। চলতি পাকিস্তান এবং আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ইউএই’এর হয়ে নেতৃত্বে দায়িত্ব সামলাচ্ছেন ওয়াসিম।
এই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ইতিমধ্যেই এই তারকা ক্রিকেটার ৩৭ বলে ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এখনও পর্যন্ত দেশের হয়ে ৮০ টি টি-টোয়েন্টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোট ২৮৫৯ রান। অন্যদিকে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ওয়াসিমের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের হয়ে ওপেনিং করবেন মহম্মদ জোহাইব (Muhammad Zohaib)।
দলে একাধিক ভারতীয়-

এশিয়া কাপের জন্য প্রকাশিত সংযুক্ত আরব আমিরাতের দলে রয়েছে একাধিক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে ৪ জন হলেন আলিশান শারফু (Alishan Sharafu), ধ্রুব পরাশর (Dhruv Parashar), আর্যাংশ শর্মা (Aryansh Sharma), রাহুল চোপড়া (Rahul Chopra) এবং সিমরনজিৎ সিং (Simranjeet Singh)।আলিশান এখনও পর্যন্ত এই দেশের হয়ে ৫১ ম্যাচে ১১৫৪ রান সংগ্রহ করেছেন। এছাড়া রাহুল চোপড়াকে এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ইউএই’এর হয়ে উইকেট কিপার হিসেবে দেখতে পাওয়া যাবে।
চলতি ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ইতিমধ্যেই একটি দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। উল্লেখ্য এই টুর্নামেন্টে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত ভারত, পাকিস্তান এবং ওমানের সঙ্গে গ্ৰুপ ‘এ’তে অবস্থান করছে। তারা শেষবার এশিয়া কাপে ২০১৬ সালে অংশগ্রহণ করেছিল। ফলে আর এই বছর টুর্নামেন্টের ছাপ ফেলার চেষ্টা করব ইউএই।
UAE’এর প্রকাশিত দল-
মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আর্যাংশ শর্মা, আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি’সুজা, হায়দার আলি, হার্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মতিউল্লাহ খান, মহম্মদ ফারুক, মহম্মদ জাওয়াদুল্লাহ, মহম্মদ জোহাইব, রাহুল চোপড়া, রোহিদ খান, সিমরনজিৎ সিং, সাগির খান