"এটাই টিম ইন্ডিয়ার 2.0", এশিয়ান গেমসের দলে নতুন মুখের ছড়াছড়ি, বোর্ডকে সাধুবাদ নেটিজেনদের !! 1

‘এশিয়ার অলিম্পিক’ বলে পরিচিত এশিয়ান গেমসের (Asian Games) আসরে ক্রিকেট চালু হয়েছে ২০১০ সাল থেকে। প্রথমবার চীনের গুয়াংঝৌতে পুরুষদের ইভেন্টে সোনা জেতে বাংলাদেশ। রুপো জেতে আফগানিস্তান। মেয়েদের ইভেন্টে স্বর্ণপদক যায় পাকিস্তানের ঝুলিতে। রূপো জেতে বাংলাদেশ। এরপর ২০১৪ সালে কোরিয়ার ইঞ্চিয়নে দাপুটে পারফর্ম্যান্স করে সোনা জেতে শ্রীলঙ্কা। আর রূপোর পদক ফের জেতে আফগানিস্তান। মেয়েদের খেলায় হংকং’কে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। মেয়েদের খেলায় দ্বিতীয়বার সোনার মেডেল জেতে পাকিস্তান। রূপো যায় বাংলাদেশের ঝুলিতে। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে বন্ধ ছিলো ক্রিকেট। ২০২২ এশিয়ান গেমসে ফিরতে চলেছে ব্যাট-বলের দ্বৈরথ। চীনের হাংঝৌতে (Hangzhou) দেখা যাবে বাইশ গজের লড়াই।

এশিয়ান গেমসে (Asian Games) এর আগে দুইবার ক্রিকেট খেলা হলেও দল পাঠায় নি ভারতীয় বোর্ড। পুরুষ ও মহিলা-দুই ইভেন্ট থেকেই নিজেদের সরিয়ে নিয়েছিলো বিসিসিআই। তবে তাদের সিদ্ধান্ত যে অবশেষে বদলাতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছিলো গতবছর। যখন কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) মেয়েদের দল পাঠায় ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। দুর্দান্ত পারফর্ম্যান্স করে ফাইনালেও পৌঁছেছিলেন স্মৃতি-হরমনপ্রীতরা। শেষমেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে রূপো নিয়েই টিম ইন্ডিয়া’কে সন্তুষ্ট থাকতে হলেও এই পদকজয় নয়া দিশা খুলে দেয় ভারতীয় ক্রিকেটে। তারই ফলস্বরূপ, ১৯তম এশিয়ান গেমসে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই এপেক্স কাউন্সিল। এবার কেবল মহিলাদের দল নয়, সাথে পুরুষ দলও পাঠাচ্ছে বোর্ড। গতকাল ঘোষিত হলো দল। এক ঝাঁক তরুণ মুখকে সুযোগ দিয়েছেন জয় শাহরা (Jay Shah)। তাদের সিদ্ধান্ত তারিফ কুড়িয়েছে নেটজনতার।

Read More: WI vs IND: ভারতের টেস্ট জয়ের পাশাপশি অনন্য নজির গড়লেন বিরাট কোহলি, হয়ে উঠলেন টেস্টের বেস্ট !!

নেতা ঋতুরাজ, এশিয়াডের দলে এক ঝাঁক তরুণ-

Rinku Singh | Asian Games | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অবধি চীনের হাংঝৌতে বসবে ১৯তম এশিয়ান গেমসের (Asian Games, 2022) আসর। গতবার জাকার্তাতে ৬৯ পদক নিয়ে তালিকায় অষ্টম স্থানে শেষ করেছিলো ভারত। এবার আরও কয়েকধাপ এগিয়ে শেষ করাই পাখির চোখ তাদের। ক্রিকেটে এবারের এশিয়ান গেমসে সোনা জয়ের অন্যতম দাবীদার ভারত। মেয়েদের ইভেন্টের জন্য পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে তারা। অধিনায়ক হিসেবে দেখা যাবে হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। থাকছেন জেমিমা রড্রিগেজ, স্মৃতি মন্ধানারা।

সদ্যসমাপ্ত বাংলাদেশ সিরিজে জায়গা না পেলেও এশিয়ান গেমসের দলে ফিরেছেন বাংলার রিচা ঘোষও (Richa Ghosh)। থাকছেন তিতাস সাধু। চীনের উদ্দেশ্যে পুরুষদের যে দল যাবে, সেখানে অবশ্য বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Shamra) বা শুভমান গিলের (Shubman Gill) মত প্রথম শ্রেণির তারকারা নেই। বিশ্বকাপের সাথে তারিখের সমস্যা থাকায় দ্বিতীয় সারির দল এশিয়ান গেমসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ভবিষৎ প্ল্যানের সাথে টিম ইন্ডিয়া

"এটাই টিম ইন্ডিয়ার 2.0", এশিয়ান গেমসের দলে নতুন মুখের ছড়াছড়ি, বোর্ডকে সাধুবাদ নেটিজেনদের !! 2

বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। ঘটনাচক্রে এশিয়ান গেমস (Asian Games 2022) শেষও হচ্ছে ৮ অক্টোবর। সেই কারণে টিম ইন্ডিয়ার সিনিয়র পুরুষ দল যে হাংঝৌ যাবে না, একপ্রকার নিশ্চিত ছিলো তা। শোনা গিয়েছিলো এশিয়ান গেমসে নেতা করা হতে পারে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। বাস্তবে অবশ্য অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের  (Ruturaj Gaikwad) কাঁধে। উইন্ডিজ সিরিজে জায়গা না হলেও এশিয়ান গেমসে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন ২০২৩-এর আইপিএল মাতানো রিঙ্কু সিং (Rinku Singh)।

এছাড়া ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রবি বিষ্ণোইদের (Ravi Bishnoi) মত চেনা মুখকেও দেখা যাবে এশিয়ান গেমসে। নজর থাকবে সদ্য টেস্ট অভিষেকে শতরান করা যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দিকে। প্রায় দুই বছর পর ভারতীয় দলে ফিরেছেন শিবম দুবে।

জায়গা হয় নি শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। তা ‘গব্বরের’ বিশ্বকাপ সম্ভাবনা বাড়িয়ে দিলো, নাকি চিরতরে জাতীয় দলে জায়গা হারানোর ইঙ্গিত দিলো তা নিয়ে জোর জল্পনা নেটমাধ্যমে। রিঙ্কু (Rinku Singh) জাতীয় দলে সুযোগ পাওয়ায় বেজায় খুশি ভক্তেরা। “এবার শুরু হবে রিঙ্কুর রাজ” লিখেছে জনৈক নেটিজেন। চেন্নাই সুপার কিংস (CSK) সমর্থকেরা নেট জগতে শুভেচ্ছা জানিয়েছেন দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad)।

যশস্বী জয়সওয়ালকে এশিয়ান গেমসের দলে দেখে মন খারাপ অনেকের। ‘তার মানে যশস্বী বিশ্বকাপ খেলবে না!’ কাতর সুরে মন্তব্য এক নেটনাগরিকের। তরুণ ক্রিকেটারদের কাছে নিজেদের প্রমাণের বড় মঞ্চ যে এশিয়ান গেমস, তা মেনে নিচ্ছেন সকলেই। সোনার লক্ষ্যে এগিয়ে যাওয়া শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যম সমস্বরে বলছে, ‘চক দে ইন্ডিয়া।’

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব থেকে বাদ হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং সহ এই খেলোয়াড়রা প্রথমবার পেলেন ডাক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *