IPL 2025: নতুন উদ্যমে আবার ফ্রাঞ্চাইজিগুলি আইপিএলে যাত্রা শুরু করতে চলেছে। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতা নাইট রাইডার্সের (Royal Challengers Bangaluru vs Kolkata Knight Riders) বিপক্ষে মাঠে নামবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের পর রবিবার দিনের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে। দিল্লি ক্যাপিটালস (DC) দুরন্ত ফর্মে এই বছর যাত্রা শুরু করলেও বর্তমানে প্লে অফের লড়াইয়ে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে। এর মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ বিদেশি তারকা বাকি মরসুমের জন্য দিল্লিতে ফিরে আসবেন না বলে জানা যাচ্ছে। কোন কোন বিদেশিদের নিয়ে এবার মাঠে নামবে দিল্লি তা সামনে এলো।
Read More: IPL 2025: আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন উইল জ্যাকস, বাধ্য হয়েই বিকল্প খুঁজে নিলো মুম্বই ইন্ডিয়ান্স !!
দিল্লির হয়ে মাঠে নামবেন এই তারকারা-

এই বছর আইপিএলে (IPL 2025) অক্ষর প্যাটেলের (Axar Patel) নেতৃত্বে পরপর জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস (DC)। বর্তমানে তারা ১১ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য লড়াই চালাচ্ছে তারা। শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য শেষ ৩ ম্যাচে দিল্লিকে জয় তুলে নিতেই হবে। উল্লেখ্য ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে আইপিএল (IPL 2025) মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল। সেই সময় বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে গিয়েছিলেন। অন্যদিকে ১৭ মে থেকে পুনরায় আইপিএল শুরু হতে চলেছে। কিন্তু ফাফ ডুপ্লেসিস (Faf du Plessis), মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) মতো বিদেশি তারকারা দিল্লি ক্যাপিটালস (DC) শিবিরে আর যোগ দেওয়ার জন্য ভারতে আসবেন না। তবে ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs), সেদিকুল্লাহ অটল (Sediqullah Atal) এবং দুষ্মন্ত চামিরার (Dushmantha Chameera) মতো বিদেশি তারকারা দিল্লির হয়ে মাঠে নামবেন। কিন্তু আবার ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) প্লে অফের আগেই দেশে ফিরে যাবেন।
ছাড়পত্র পাননি মুস্তাফিজুর-

জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) বাকি মরসুমের জন্য দিল্লি ক্যাপিটালসে (DC) যোগ না দেওয়া নিশ্চিত হওয়ার পর কর্মকর্তা একজন উপযুক্ত পরিবর্ত ক্রিকেটার খুঁজে বার করার চেষ্টা করছিলেন। সম্প্রতি তারা পরিবর্ত ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়ে আসেন। খবরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানায় দিল্লি। কিন্তু এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়নি। এই বাংলাদেশি পেসার বর্তমানে আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজের জন্য সফর করছেন। এরপর আবার পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ফলে দিল্লি ক্যাপিটালসের (DC) হয়ে বাকি মরসুমের জন্য সম্ভবত মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) যোগ দেবেন না। উল্লেখ্য গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট হারিয়ে করে এই তারকা পেসার দুরন্ত ফর্মে ছিলেন।