৪,৪,৪,৬,৬,৬,৬… প্রথম অ্যাশেজ টেস্টেই দাপুটে ব্যাটিং ট্রেভিস হেডের, ৬৯ বলেই হাঁকালেন সেঞ্চুরি !! 1

অনবদ্য তুফানি ইনিংস খেলে খবরের শিরোনামে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ট্রেভিস হেড (Travis Head)। শনিবার পার্থে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৬৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ট্র্যাভিস হেড। অ্যাশেজ টেস্টে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার এই দাপটে ব্যাটসম্যান দুর্দান্ত ফর্মে রয়েছেন। ঘরের মাঠে হোক কিংবা বিদেশের মাটিতে সবসময়ই নিজের দাপট দেখিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার এই দাপুটে ওপেনার পার্থ টেস্টের প্রথম ইনিংসে ৩৫ বলে ২১ রান বানাতে সফল হয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে দাপটের সঙ্গে ব্যাটিং করলেন তারকা এই খেলোয়াড়।

আজকের ম্যাচের কথা বলতে গেলে, হেড দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে মাঠে নামেন। উসমান খাজা যিনি দলের নিয়মিত ওপেনার, তিনি চোটের কারণে ৩০ মিনিট মাঠে উপস্থিত ছিলেন না, যে কারণে তাঁর পক্ষে ওপেনিংয়ে নামাও সম্ভব হয়নি। শুরু থেকেই দাপট দেখিয়েছেন তারকা অজি ব্যাটসম্যান। জেক ওয়েদারল্ডের সঙ্গে মাত্র ৬৯ বলে ৭৫ রানের জুটি গড়েছিলেন হেড। চলতি সময়ে ইংল্যান্ড দল আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। তবে, সেই ইংল্যান্ডের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিংয়ের পরিচয় দিলেন অজি তারকা ট্রেভিস হেড। ৬৯ বলে সেঞ্চুরি হাঁকানোর পরেও থেমে থাকেননি তিনি। মাত্র ৮৩ বলে ১৬টি চার ও ৪টি ছক্কায় ১২৩ রানের দুরন্ত ইনিংস খেললেন হেড।

ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং ট্রেভিস হেডের

ট্রেভিস হেড
Travis Head | Image: Getty Images

বাউন্ডারির বিচারে হেড ২০ বলে ৮০ রান বানিয়েছেন। আজকের ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৮.১৯। হেড দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন অ্যাশেজ ইতিহাসে। তবে, দ্রুততম সেঞ্চুরিটি রয়েছে অ্যাডাম গিলক্রিস্টের দখলে, ২০০৬ সালে ৫৭ বলে তিন অঙ্কের রানটি করেছিলেন। অ্যাশেজ টেস্টের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড মাত্র ১৭২ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে ব্যাটিং করতে আসা অস্ট্রেলিয়া মাত্র ১৩২ রান বানাতে সক্ষম হয়েছিল। ৪০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে আসে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে যায় স্টোকস বাহিনী। ২০৫ রানের লক্ষমাত্রা তাড়া করতে এসে মাত্র ২৮.২ ওভারেই জয় সুনিশ্চিত করে নিলো অস্ট্রেলিয়া। হেড ব্যাতিত দলের অর্ধশতরান হাঁকিয়েছেন মার্নাস লাবুশেন। ৪৯ বলে ৫১ রান বানিয়েছেন তিনি। প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মিচেল স্টার্ক।

Read Also: হাতাহাতিতে জড়ালেন ট্রেভিস হেড-বেন ডাকেট, পার্থে প্রথম দিনের উত্তপ্ত পরিস্থিতির ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *