ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছিল। গতকাল অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে রুদ্ধশ্বাস ব্যাটিং প্রদর্শন দেখা গিয়েছে দুই দলের ব্যাটসম্যানদের থেকেই। তবে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে পরাজিত হতে হয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ব্যাটসম্যান ট্র্যাভিস হেড (Travis Head) আবার বিধ্বংসী ব্যাটিংয়ের পরিচয় দিলেন।
বিধ্বংসী ব্যাটিং করলেন হেড
প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ারপ্লের ভিতরেই তান্ডব শুরু করে দেন ট্র্যাভিস হেড (Travis Head)। মাত্র ১২ বলেই ৫৬ রানের একটি বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলেন তিনি। আর তার এই দুর্দান্ত সূচনার জেরেই ব্যাকফুটে থাকতে হয়েছে ইংল্যান্ড দলকে। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন ফিলিপ সল্ট (Philip Salt)। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে ব্যাট করতে আসা অস্ট্রেলিয়ান দলের দুই ওপেনার ব্যাটসম্যান প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে শুরু করে দেন।
Read More: বাংলাদেশের এই ক্রিকেটারের থেকে সাবধান থাকতে হবে ভারত’কে, একাই বদলে দিতে পারেন ম্যাচের মোড় !!
মাত্র ২৩ বলে ৫৯ রান করে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার ব্যাটসম্যান ট্র্যাভিস হেড (Travis Head)। ট্র্যাভিস হেডের এই ইনিংসের কথা বলতে গেলে, তিনি মাত্র ১২ বলে ৮টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৫৯ রানের মধ্যে ৫৬ রান বাউন্ডারির সাহায্যেই বানিয়েছেন। এমনকি পঞ্চম ওভারে বোলিং করতে আসেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারান (Sam Curran), আর স্যামের ওভারেই হেড তার তান্ডব আরও বাড়িয়ে দেন। ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকান হেড। তারপরের তিন বলেই তিনটি ওভার বাউন্ডারি হাঁকান এবং শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে এক ওভারেই ৩০ রান তুলে নেন তিনি। এরপর শাকিব মাহমুদের বলে পাওয়ার প্লের একদম শেষ বলে নিজের উইকেট হারান হেড।
ইংল্যান্ডকে ২৮ রানে পরাস্ত করলো অস্ট্রেলিয়া
ট্র্যাভিস হেডের ঝড়ো ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া দল তার ইনিংসে ১৭৯ রান বানাতে সক্ষম হয়। যার জবাবে ইংল্যান্ড দল কেবলমাত্র ১৫১ রানেই অলআউট হয়ে যায়। ২৮ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ (ENG VS AUS) আগামী ১৪ সেপ্টেম্বর কার্ডিফের সোফিয়া পার্ক মাঠে অনুষ্ঠিত হবে।