হাতাহাতিতে জড়ালেন ট্রাভিস হেড-বেন ডাকেট, পার্থে প্রথম দিনের উত্তপ্ত পরিস্থিতির ভিডিও ভাইরাল !! 1

শুরু হয়ে গেছে টেস্ট ক্রিকেটের অন্যতম হাইফোল্টেজ মহারণ অ্যাশেজ সিরিজ (Ashes Series 2025)। এই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মেতে উঠেছেন ক্রিকেট ভক্তরা। বেন স্টোকসের (Ben Stokes) নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড (England vs Australia Series) দল ইতিহাস রচনা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে অজিরা ঘরের মাঠে নিজেদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত নয়। ফলে প্রথম দিনেই ব্যাটে-বলের দ্বৈরথ ক্রিকেটের উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। প্রথম দিনই মাঠের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়তে দেখা যায় বেন ডাকেট (Ben Duckett) এবং ট্র্যাভিস হেডকে (Travis Head)। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read More: আর্শদীপ সিং’এর জন্য ফিদা এই বলি অভিনেত্রী, জানালেন মনের কথা !!

সম্মুখ সমরে ডাকেট-হেড-

হাতাহাতিতে জড়ালেন ট্রাভিস হেড-বেন ডাকেট, পার্থে প্রথম দিনের উত্তপ্ত পরিস্থিতির ভিডিও ভাইরাল !! 2
England vs Australia | Image: Getty Images

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দুই দলের ক্রিকেটারদের মধ্যে স্লেজিং’এর ইতিহাস বহুকালের। শেষ অ্যাশেজ সিরিজে বেন ডাকেট এবং ট্র্যাভিস হেডকে একে অপরের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। এইবারেও এক‌ই ছবি ধরা পড়েছে। আজ পার্থে প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। মিচেল স্টার্কের‌ (Mitchell Starc) বিধ্বংসী বোলিং আক্রমণে চাপের মুখে পড়ে যায় বেন স্টোকসরা।

হ্যারি ব্রুক (Harry Brook), ওলি পোপের (Ollie Pope) দুরন্ত লড়াইয়ে ১৭২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া‌ও একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। এইরকম সময় লাঞ্চের পর ঘটনাটি ঘটে। মার্ক উডের (Mark Wood) করা বল ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) হেলমেটে এসে লাগে। এরপরই বেন ডাকেট এবং ট্র্যাভিস হেডকে কাছাকাছি এসে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। তারা আঙ্গুল তুলে একে অপরের দিকে রীতিমতো তেড়ে যান। সেই উত্তপ্ত পরিস্থিতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দেখুন সেই ভিডিওটি-

জমে উঠেছে অ্যাশেজ সিরিজ-

হাতাহাতিতে জড়ালেন ট্রাভিস হেড-বেন ডাকেট, পার্থে প্রথম দিনের উত্তপ্ত পরিস্থিতির ভিডিও ভাইরাল !! 3
England vs Australia | Image: Getty Images

আজ প্রথমে ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে রীতিমতো জ্বলে ওঠেন মিচেল স্টার্ক। তিনি একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বিপক্ষদের টপ অর্ডারে আঘাত করেন। এইরকম সময় ওলি পোপ এবং হ্যারি ব্রুক ব্যাট হাতে দলের হাল ধরার চেষ্টা করেন। পোপের ব্যাট থেকে ৫৮ বলে ৪৬ রান এবং ব্রুকের ব্যাট থেকে ৬১ বলে ৫২ রান আসে। এই রানে ভর করে ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় ইংলিশ বাহিনী।

মিচেল স্টার্ক একাই ১২.৫ ওভারে ৪ টি মেডেনের সঙ্গে ৫৮ রান দিয়ে মোট ৭ টি উইকেট সংগ্রহ করেন। তিনি অ্যাশেজ সিরিজে মোট ১০০ উইকেট সংগ্রহ করে‌ নতুন মাইলফলক স্পর্শ করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়া‌ও প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে চাপের মুখে পড়ে যায়। এই ইনিংসে বল হাতে অধিনায়ক বেন স্টোকসদের দাপট বিপক্ষদের ঘুম উড়িয়ে দেয়। তিনি ৬ ওভারে ২৩ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে পৌঁছেছে।

Read Also: “গম্ভীর চাপ দিয়ে তাড়িয়েছে..” বিরাট-রোহিতের টেস্ট অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *