ব্যাটে রান নেই বিরাটের, অনুষ্কা হন ‘সফট টার্গেট’-

ক্রিকেট এক বলের খেলা। এক বলে, এক মুহুর্তের মনসংযোগে ব্যাঘাত ঘটলেই ব্যাটার’কে সাজঘরে ফিরতে হয়। এই সহজ সত্যি’টা প্রায়ই ভুলে যান সমর্থকেরা। বিরাট কোহ্লি’র থেকে প্রতি ইনিংসে বড় রান আশা করেন তাঁরা। বিরাট ব্যর্থ হলেই তাঁরা আক্রমণ করে বসেন অনুষ্কা’কে। যেন স্ত্রি’র কারণে আউট হয়েছেন বিরাট, এমন সব অভিযোগ শুনতে হয় তাঁকে। সমাজমাধ্যম ছেয়ে যায় মিম আর ট্রলে। অনুষ্কার হয়ে অনেকবার মুখ খুলেছেন বিরাট। তাঁর ক্রিকেট জগত’কে তাঁর পরিবারের সাথে না মেলানর আবেদন করেছেন অনেকবার। তবু আজও যখন কালেভদ্রে রানের খরা আসে বিরাটের ব্যাটে, দোষের ভাগী হতে হয় সহধর্মিনী অনুষ্কা’কে।