ফারুখ ইঞ্জিনিয়ারের নিশানায় যখন অনুষ্কা-

২০১৯ একদিনের বিশ্বকাপে অনেক আশা জাগিয়েও ট্রফি জেতা হয় নি ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেই মানতে হয়েছিলো হার। ভারতের ট্রফি না জেতার জন্য দলের মানসিকতা’কে দায়ী করেন প্রাক্তন খেলোয়াড় ফারুখ ইঞ্জিনিয়ার। পুণেতে এক অনুষ্ঠানে দলের সমালোচনা করার সময় অনুষ্কার প্রসঙ্গ তেনে এনে ভারতের প্রাক্তন উইকেটরক্ষক জানান ইংল্যান্ডে জনৈক বিসিসিআই কর্তার কাজ ছিলো অধিনায়ক বিরাট কোহলি’র স্ত্রী অনুষ্কা’কে কাপে চা এগিয়ে দেওয়া। এই অভিযোগ শুনে চুপ থাকেন নি অভিনেত্রী। সরাসরি আক্রমণ করেন ইঞ্জিনিয়ার’কে। উত্তরে শেষ পর্যন্ত বিরাট ঘরণী’র কাছে ক্ষমা চেয়ে নিতে বাধ্য হন ফারুখ ইঞ্জিনিয়ার।