বোলার অনুষ্কা, ব্যাটার বিরাট, গাওস্করের মজায় ছন্দপতন-

কোভিদ লকডাউনে স্তব্ধ হয়ে গিয়েছিলো গোটা দুনিয়া। ঘরের মধ্যে থাকতে বাধ্য হয়েছিলেন মাঠের মানুষ বিরাট’ও। ব্যাট-বল ছেরে বেশীদিন না থাকতে পেরে বাড়ির ব্যালকনিকেই পিচ বানিয়ে নিয়েছিলেন ‘কিং কোহলি।’ উলটো দিকে বল হাতে অ্যান্ডারসন বা ব্রড নয় ছিলেন বিরাট ঘরণী অনুষ্কার। নিজেদের এই মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তারকা দম্পতি। ভক্তদের তা পছন্দ’ও হয়েছিলো। তাল কাটে আরেক ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাওস্করের মন্তব্যে। একটি আইপিএল ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট। ধারাভাষ্য দিতে দিতে ‘লিটল মাস্টার’ বলেন, “লকডাউনে শুধু অনুষ্কার বলে প্র্যাক্টিস করেছে বিরাট। তাতে কি আর ব্যাটিং ঠিক হয়?” এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন অনুষ্কা নিজেই। বলেন, “আর কতবার ক্রিকেটের আলোচনায় আমায় টেনে আনা হবে?”