TOP5: খ্যাতির বিড়ম্বনা ! বিরাট কোহলি’র জন্য যে ৫ বার ভক্তদের রোষানলে পড়েছেন অনুষ্কা শর্মা, রইলো তালিকা !! 1

গোটা ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত দম্পতিদের যদি তালিকা করা হয় তবে একদম প্রথমের সারিতেই আসবেন ‘বিরুষ্কা’, অর্থাৎ বিরাট (Virat Kohli) আর অনুষ্কা (Anushka Sharma)। একজন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। নিঃসন্দেহে শচীনোত্তর ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়।’ আরেকজন বর্তমান সময়ে বলিউডের অন্যতম বিখ্যাত নায়িকা। তাঁদের জীবনযাত্রা নিয়ে মানুষের মনে আগ্রহ যে থাকবে তা স্বাভাবিক। তবে খ্যাতি যেমন মানুষ’কে আকাশে তুলে দেয় তেমন মাটিতে ছুঁড়ে ফেলতেও দু মিনিট সময় নেয় না। খ্যাতি’র যেরকম লাভ রয়েছে সেই একই ভাবে রয়েছে বিড়ম্বনা’ও। তা ভালোভাবেই টের পেয়েছেন বিরাট এবং অনুষ্কা দু’জনেই। দীর্ঘদিন একসাথে পথ চলায় একাধিকবার বিতর্কের সম্মুখীন হয়েছেন এই তারকা দম্পতি। ৫ নভেম্বর, বিরাটের জন্মদিনে, দেখে নেওয়া ৫ এমন ঘটনা, যেখানে বিরাট কোহলি’র কারণে দেশের ক্রিকেটভক্তদের তোপের মুখে পড়তে হয়েছিলো বিরাট ঘরণী অনুষ্কা’কে। রইলো তালিকা-

লন্ডনে ভারতীয় দলের সাথে কেনো অনুষ্কা?

Team India | image: Twitter
fans questioned Anushka Sharma’s presence in Team India’s squad photo

নিজের ব্যস্ত সূচী থেকে খানিক ফাঁক ফেলে মাঝেমধ্যে দেশে বিদেশে বিরাটের সাথে সফরে যান অনুষ্কা।২০১৮ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় বিরাটের সাথে ছিলেন অনুষ্কা। লন্ডনে ভারতীয় হাইকমিশনারের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যান কোহলি সহ গোটা ভারতীয় দল। সেখানে ভারতীয় দলের সদস্যদের সাথে ছবি তোলেন লন্ডনে নিযুক্ত ভারতের হাইকমিশনার। তা ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আবার ট্যুইট করে। ছবিতে ভারতীয় খেলোয়াড়দের মাঝে দেখা যায় অনুষ্কা’কে। অন্য কোনো ক্রিকেটারের স্ত্রী বা বান্ধবী’কে না দেখা গেলেও ভারতীয় দলের ছবি’তে অনুষ্কা কেন, সেই নিয়ে সরগরম হয়ে ওঠে দেশের ক্রিকেটমহল। এই ঘটনার তীব্র নিন্দা করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার। সমাজমাধ্যমেও রীতিমত প্রশ্নের মুখে পড়তে হয় ‘বিরুষ্কা’কে। অনুষ্কা’কি ভারতের ক্রিকেট দলের সদস্য? প্রশ্ন তোলেন অনেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *