TOP10 : দশ ক্রিকেটার যারা ২০২০ এর টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের দেশের অধিনায়কত্ব করতে পারে ! 1

২. ভারত : রোহিত শর্মা

TOP10 : দশ ক্রিকেটার যারা ২০২০ এর টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের দেশের অধিনায়কত্ব করতে পারে ! 2

এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই রোহিত শর্মার ভারতের অধিনায়ক হয়ে ওঠার সম্ভাবনা হয়ে উঠেছে দৃঢ়।যে কোনো সময় দলের দায়িত্ব পেলেই দারুণ কিছু করে দেখিয়েছেন ” হিটম‍্যান ” । এমনকি আইপিএলের অন‍্যতম সফল অধিনায়ক তিনি।এইমুহূর্তে মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিরাট কোহলিকে একদিবসীয় এবং টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে, তাই পরবর্তী সময়ে টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দেখা যেতেই পারে রোহিত কে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *