৩. ইংল্যান্ড : জোস বাটলার
এবারের বিশ্বকাপের ফাইনালে দলের হয়ে খেলেছিলেন ৫৯ রানের ইনিংস।ফাইনালের ” ম্যান অফ দ্য ম্যাচ ” বেন স্টোকসের সাথে তার যুগলবন্দী দেশকে এগিয়ে দিয়েছিল জয়ের দোরগোড়ায়।শুধুমাত্র তাই নয় , পরবর্তী সময়ে ম্যাচ যখন সুপার ওভারের দিকে গড়ায় তখনও কার্যকর ভূমিকা পালন করেছিলেন বাটলার।এইমুহুর্তে ইংল্যান্ড দলের সহ অধিনায়ককে পরবর্তী সময়ে দেখা যেতেই পারে ইংল্যান্ডের অধিনায়কের ভূমিকায়।