৫.সাউথ আফ্রিকা : রাসি ভ্যান দার দাসেন
সম্প্রতি দেশের জার্সিতে দারুণ ভূমিকায় পাওয়া গেছে এই উদীয়মান প্রোটিয়াস তারকা কে।বিশ্বকাপে তার দল তেমন কিছু করে উঠতে না পারলেও তাকে খেলতে দেখা গেছে একাধিক দারুন ইনিংস। আগামী বছর এই প্রতিভাবান ব্যাটসম্যানকে সাউথ আফ্রিকা দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে এখন এমনটাই মনে করা হচ্ছে।