TOP10 : দশ ক্রিকেটার যারা ২০২০ এর টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের দেশের অধিনায়কত্ব করতে পারে ! 1

৬. নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন

TOP10 : দশ ক্রিকেটার যারা ২০২০ এর টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের দেশের অধিনায়কত্ব করতে পারে ! 2

খুব শান্ত অথচ কঠিন, হ‍্যা এমনটাই মনে হয় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে।সদ‍্য শেষ হওয়া বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে গেছিলেন, খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস গোটা বিশ্বকাপ জুড়ে।তাই আগামী বছরের কুড়ি – বিশের বিশ্বকাপে একই ভূমিকায় দেখা যাবে এখন এমনটাই মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *