৮. আফগানিস্তান : রাশিদ খান
এবারের বিশ্বকাপে তেমন ভাবে জ্বলে উঠতে পারেননি।অনেকেই তার কাছ থেকে বিরাট পরিমাণে প্রত্যাশা রেখেছিলেন এবারের বিশ্বকাপে দারুণ কিছু দেখার জন্য।কিন্তু সকলকে হতাশ করেছিলেন ” আফগান রহস্য ” । যদিও পরবর্তী সময়ে আগামী বছর টি ২০ বিশ্বকাপে তাকে আফগানিস্তানের অধিনায়ক হিসেবে দেখা গেলে অবাক য় কিছু, তার কারণ গোটা বছর বিভিন্ন দেশের টি টোয়েন্টি লিগ গুলোতে খেলতে দেখেছি।তার এক্সপেরিয়েন্স অনেকটাই, যা পরবর্তী সময়ে দলের স্বার্থে কাজে লাগতে পারে।