TOP10 : দশ ক্রিকেটার যারা ২০২০ এর টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের দেশের অধিনায়কত্ব করতে পারে ! 1

৯. শ্রীলঙ্কা : কুশল পেরেরা

TOP10 : দশ ক্রিকেটার যারা ২০২০ এর টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের দেশের অধিনায়কত্ব করতে পারে ! 2

শ্রীলঙ্কার হয়ে একাধিক ম‍্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে তাকে।তার ব‍্যাট হাতে ক্রিজে নামা বাড়তি নিরাপত্তা দেয় শ্রীলঙ্কা দলকে।ব্যাটিং অর্ডারের উপরের দিকে তার ব‍্যাটিং ক্রমশ তাকে করে তুলেছে গুরুত্বপূর্ণ সদস্য।তার পরবর্তী সময়ে তার জাতীয় দলের অধিনায়ক হয়ে ওঠার স্বপ্নকে করে তুলেছে দৃঢ়।।এছাড়াও তিনি একজন উইকেট কিপার।এর আগেও আমরা উইকেট কিপার-ব‍্যাটসম‍্যানদের শ্রীলঙ্কা দলের হয়ে অধিনায়কত্ব করতে দেখেছি যার ফল ছিলো খুবই সুদুরপ্রসারী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *