২. ফখর জামান, গড় ৫৭.৯৫

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হবার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি পাকিস্তানি ফখর জামানের। ওয়ানডে ফরম্যাটে ওপেনিং এই ব্যাটসম্যান ২৬ ম্যাচে রান করেছেন ৫৭.৯৫ গড়ে। তাঁর ব্যাটিং গড় কমে যাওয়ার সম্ভাবনা কম কেননা ওপেনিং পজিশনে ব্যাটিং করার ফলে রান করার একটা বাড়তি সুযোগ রয়েছে তাঁর সামনে।
গত চ্যম্পিয়ন্স ট্রফিতে বামহাতি এই ব্যাটসম্যানের ১০৬ বলে ১২৪ রানের ইনিংসে ভর করেই শিরোপার দেখা পায় পাকিস্তান। ২০১৭ সালে ৪৪.৪৪ গড়ে রান করলেও ২০১৮ সালে এই ব্যাটসম্যানের গড় বেড়ে দাঁড়ায় ৬৭.৩১। এখানে সহজেই অনুমেয় আগামী বছরগুলোতেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন এই ক্রিকেটার।