৩. আম্বাতি রাইডু, গড় ৫১.৬৪

টিম ইন্ডিয়ার দীর্ঘ দিনের মিডল অর্ডার সমস্যার সমাধান হয়ে এসেছেন আম্বাতি রাইডু। আইপিএল দিয়ে উত্থান হওয়া এই ক্রিকেটার ৫৪ ওয়ানডেতে ৫১.৬৪ গড়ে রান করেছেন ১৪৪৭। আন্তর্জাতিক ক্যারিয়ারের ছয় বছর পার করতে চললেও সম্প্রতি তাঁর ব্যাটে ধরা দিয়েছে রান। আগামী বিশ্বকাপের দলে জায়গা প্রায় নিশ্চিত হওয়া রাইডু ২০১৮ সালে ১টি সেঞ্চুরি এবং তিনটি ফিফটির সাহায্যে ৫৬ গড়ে রান করেছেন ৩৯২।