৫. জো রুট, গড় ৫১.৫২

সাদা পোশাকে ক্রিকেট মাঠে ব্যাট চালাতে স্বাচ্ছন্দ্যবোধ করা জো রুট ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ড দলের জন্য অবদান রাখা শুরু করেন ২০১৬ সালের দিকে। ২০১৫ বিশ্বকাপের পর থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ফলে টিম ম্যানেজম্যান্ট ওয়ানডে ফরম্যাটের দলে অন্তর্ভূক্ত করে তাঁকে। আর সুযোগ কাজে লাগিয়ে রুট এখন এই ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।
২০১৬ সালে একদিনের ফরম্যাটে তাঁর ব্যাটিং গড় ৬১.২৩, ৭০.২১, ৫৯.১৩। অন্যদিকে ২০১৭ সাল সফলতার সাথে শেষ করার পর ২০১৮ সালে এসে ভারতের বিপক্ষে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে তাঁর ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলার প্রস্তুতি সেরে ফেলেছেন প্রতিভাবান এই ক্রিকেটার।