এই সব তো গেল প্রাক্তন ক্রিকেটারদের কথা। এবার দেখে নেওয়া যাক বর্তমান সময়ে আন্তর্জাতিক ওয়ানডেতে খেলে যাচ্ছেন এমন ছয়জন ক্রিকেটার যাদের ব্যাটিং গড় ৫০ এর অধিক।
৬. মহেন্দ্র সিং ধোনি, গড় ৫০.১

২০০৮ সাল থেকে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং গড় ৫০ এর নিচে নামেনি। এর অন্যতম কারণ হচ্ছে ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে অপরাজিত ব্যাটিং করা। ওয়ানডে ফরম্যাটে মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ইনিংস তাঁর ক্যারিয়ারের ২৫% (২৮১ ম্যাচে ৭৮ ম্যাচে অপরাজিত)। অন্যদিকে ২০১৮ সালে এসে ধোনির পারফরম্যান্সের ধার কিছুটা কমে আসাতে তাঁর ব্যাটিং গড় কিছুটা নিম্নমুখী। তাই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে রান তোলার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি টিম ইন্ডিয়ার প্রাক্তন এই ক্যাপ্টেনের।