তামিম ইকবাল-

গ্রেম স্মিথের মতই ২০১৮ সালের এশিয়া কাপে ভাঙা হাত নিয়ে ব্যাটিং করেছিলেন বাংলাদেশের তামিম ইকবাল’ও (Tamim Iqbal)। শ্রীলঙ্কান পেসার সুরঙ্গা লাকমলের বল লেগে ভেঙে গিয়েছিলো তাঁর বাম হাতের কবজি। বাধ্য হয়েই আহত ও অবসৃত হতে হয়েছিলো বাংলাদেশ ওপেনার’কে। তাঁর পুনরায় মাঠে নামার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু টাইগার্সদের নবম উইকেটের পতনের পর দলের স্বার্থে ফের ব্যাট হাতে তুলে নেন তামিম। এক হাতেই ব্যাটিং চালিয়ে যান তিনি। মুশফিকুর রহিমের সাথে শেষ উইকেটের জুটিতে ৩২ রান যোগ করেন স্কোরবোর্ডে। শেষ অবধি অপরাজিত থাকেন তিনি। তামিমের মরিয়া লড়াইয়ের সৌজন্যেই ২৬১ অবধি পৌঁছতে সক্ষম হয়েছিলো বাংলাদেশ। ১২০ রানের ব্যবধানে ঐ ম্যাচ জিতেছিলো টাইগার্স শিবির।