গ্রেম স্মিথ-

২০০৮-০৯ মরসুমে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় চোট পান গ্রেম স্মিথ (Greame Smith)। মিচেল জনসনের একটি লাফিয়ে ওঠা বল আছড়ে পড়ে তাঁর হাতে। আঙুল ভেঙে গিয়েছিলো তাঁর। সিডনি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা আর নেই বলেই ধরে নিয়েছিলেন সকলে। দ্বিতীয় ইনিংসে যখন নবম উইকেট হারায় প্রোটিয়ারা তখনই ম্যাচ শেষ বলে মনে করেছিলেন অনেকে। জয় উদ্যাপনের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন অজি ক্রিকেটাররা। কিন্তু সকলকে অবাক করে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন গ্রেম স্মিথ। একাদশতম ব্যাটার হিসেবে মাঠে নামেন তিনি। এক হাতেই স্টান্স নিতে দেখা গিয়েছিলো তাঁকে। স্মিথের টেস্ট বাঁচানোর মরিয়া চেষ্টা অবশ্য ফলপ্রসূ হয় নি। ১৭ বলে ৩ করে জনসনের বলেই বোল্ড হন তিনি। তা সত্ত্বেও তাঁর প্রচেষ্টা আজও স্মরণে রেখেছেন ক্রিকেটপ্রেমীরা।