TOP 5: পন্থ’ই প্রথম নন, যন্ত্রণার তোয়াক্কা না করেই মাঠে নেমেছেন এই পাঁচ ক্রিকেটার’ও !! 1

শেন ওয়াটসন-

Shane Watson | Image: Twitter
Shane Watson | Image: Twitter

তালিকায় নাম থাকবে আরেক অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসনেরও (Shane Watson)। ২০১৯ সালের আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৫০ রান তাড়া করতে নেমেছিলো চেন্নাই সুপার কিংস। ইনিংসের শুরুর দিকেই রান-আউট এড়াতে মরিয়া ডাইভ দিয়েছিলেন সিএসকে ওপেনার ওয়াটসন। হাঁটুতে আঘাত পান তিনি। রক্তে লাল হয়ে গিয়েছিলো তাঁর হলুদ ট্রাউজার্স কিন্তু সেদিকে তোয়াক্কা না করেই ব্যাটিং চালিয়ে যান। অপর প্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছে তখনও ব্যাট হাতে দল’কে লড়াইতে রেখেছিলেন তিনি। অন্তিম ওভারে যখন রান-আউট হন তখন তাঁর নামের পাশে ৫৯ বলে ৮০ রান। ওয়াটসন আউট হওয়ার পরে আর লক্ষ্যমাত্রা স্পর্শ করা সম্ভব হয় নি চেন্নাইয়ের পক্ষে। ১ রানে তারা হারে সেদিন। “খেলার সময় বুঝতেই পারি নি ট্রাউজার্সে রক্ত লেগে গিয়েছে,” পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ওয়াটসন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *