গ্লেন ম্যাক্সওয়েল-

২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে একটা সময় বেশ চাপে ছিলো অস্ট্রেলিয়া। ২৯২ তাড়া করতে নেমে মাত্র ৯১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসেছিলো তারা। হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছিলেন রশিদ খান, হাসমাতুল্লাহ শাহিদী’রা। অধিনায়ক প্যাট কামিন্সকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ব্যাটিং করার সময় মুম্বইয়ের গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পেশীতে টান ধরেছিলো তাঁর। দৌড়তে পারছিলেন না। বারবার প্রয়োজন পড়ছিলো ফিজিও’র। কিন্তু দমে যান নি ম্যাক্সওয়েল। খাদের কিনারে পৌঁছে যাওয়া অস্ট্রেলিয়া দল’কে একাই লড়াইতে টিকিয়ে রাখেন তিনি। কার্যত এক পায়েই রূপকথা লেখেন ওয়াংখেড়েতে। ২১ বাউন্ডারি ও ১০টি ছক্কার সাহায্যে অপরাজিত ২০১ রান করে অস্ট্রেলিয়াকে এনে দেন এক স্মরণীয় জয়।