১. এ্যন্ডি ফ্লাওয়ার ( জিম্বাবোয়ে )
জিম্বাবোয়ে’র ক্রিকেট প্রসঙ্গ উঠলে যে কজন সেরা ব্যাটসম্যানের নাম প্রথমে আসে মাথায় তাদের মধ্যে অন্যতম একজন হলেন এ্যন্ডি ফ্লাওয়ার।বা – হাতি এই ব্যাটসম্যানের হাত ধরে জিম্বাবোয়ে ক্রিকেট এক অন্যমার্গে পৌছায়।
১৯৯৯২ সালের বিশ্বকাপ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ওয়ানডে অভিষেক হয় এ্যন্ডি’র।তার দুরন্ত শতরানের উপর ভর করে সেইদিন শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভার শেষে ৩১২ রাধে লক্ষ্যমাত্রা রাখে জিম্বাবোয়ে।শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে সেইদিন তার এমন অনমনীয় মনোভাব সম্পন্ন ইনিংসের জন্য কোনও তারিফ ‘ ই যথেষ্ট নয়।