TOP 5 : সেরা পাঁচ ক্রিকেটার যারা অভিষেক ওয়ানডেতে করেছিলেন শতরান 1

২. মার্টিন গুপ্টিল ( নিউজিল্যান্ড )

TOP 5 : সেরা পাঁচ ক্রিকেটার যারা অভিষেক ওয়ানডেতে করেছিলেন শতরান 2

নিঃসন্দেহে এইমুহূর্তে নিউজিল্যান্ড দলের ব‍্যাটিং লাইন আপে’র একজন অন‍্যতম সদস্য গুপ্টিল ।শুরুতেই তার ঝোড়ো ইনিংস খেলা বাড়তি নির্ভরতা যোগায় নিউজিল্যান্ড দলকে।প্রসঙ্গত, গুপ্টিল একমাত্র কিউয়ি ক্রিকেটার যার নিউজিল্যান্ডের হয়ে রয়েছে একদিবসীয় ক্রিকেটে দ্বিশতক।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় গুপ্টিলের।এবং অভিষেক ম‍্যাচেই নিজের দুরন্ত প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি।ম‍্যাচের তৃতীয় উইকেটে তিনি রস টেলরের সাথে যোগ করেন ১৪৪ রান।সেদিন নিউজিল্যান্ড ইনিংস শেষ করেছিলো ৫০ ওভার শেষে ২৭৫ / ৪ ‘এ।অপরাজিত গুপ্টিল সেদিন ইনিংস শেষ করেছিলো ১২২ রানে ।পরবর্তী সময়ে ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজ রান তাড়া করতে নামলে বৃষ্টির জন্য ভেস্তে যায় সেই ম‍্যাচ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *