৩. কে এল রাহুল ( ভারত )
কেরিয়ারের শুরুটা দুর্দান্ত ভাবে হয়েছিল ভারতের তারকা ব্যাটসম্যান কে এল রাহুলের।বরাবর বিস্ফোরক ইনিংস খেলতে পছন্দ করেন তিনি।যদিও মাঝে ধারাবাহিকতার অভাবে দলের বাইরে থাকতে হয়েছিল তাকে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে দলের প্রথম সারির ব্যাটসম্যানদের বিশ্রামে পাঠানো হলে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন রাহুল।টসে জিতে সেদিন বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো ভারতীয় ক্রিকেট দল।একা বুমরাহ শেষ করে দেয় বিপক্ষে ব্যাটিং বিভাগকে।২৮ রান দিয়ে নেন চার উইকেট।
জবাবে প্রথমে ভারত করুন নায়ার ‘ এর উইকেট হারালেও রাহুল এবং রায়ডু জুটিতে যোগ করেন ১৬২ রান।অভিষেক ম্যাচে এদিন শতক জুড়েছিলেন রাহুল।খেলেছিলেন ১১৫ বলে শতরানের ইনিংস।নির্বাচিত হয়েছিলেন “ম্যান অফ দ্য ম্যাচ ” ।