৪. কলিন ইনগ্রাম ( সাউথ আফ্রিকা )
আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা দারুণ করেছিলেন সাউথ আফ্রিকার কলিন ইনগ্রাম।কিন্তু পরবর্তী সময়ে ধারাবাহিকতার অভাবে দল থেকে ছিটকে যান তিনি।এবং এইমুহূর্তে যা বয়স তার সেইক্ষেত্রে জাতীয় দলে প্রত্যাবর্তন করাটা তার পক্ষে ঋতিমতো কঠিন একটি বিষয়।
২০১০ সালে সাউথ আফ্রিকা সফরে আসে জিম্বাবোয়ে ক্রিকেট দল।তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।ম্যাচে ১৯ রানে গ্রেম স্মিথ আউট হলে ক্রিজে আসেন কলিন।পরবর্তী সময়ে আমলা এবং মিলারের সাথে জুটি বেঁধে খেলেন এক দারুণ ইনিংস।মূলত কলিনের দু্রন্ত ইনিংসের উপর ভর করে সাউথ আফ্রিকা ইনিংস শেষ করে ৩৫১/৬ তে।ম্যাচে ১২৬ বলে ১২৪ রানের ইনিংস খেলেছিলো কলিন।
জবাবে ব্যাটিং করতে নেমে ব্রেন্ডন টেলরের সৌজন্যে দারুণ শুরু করে জিম্বাবোয়ে।ম্যাচে ১৩৬ বলে ১৪৫ রান করেছিলেন ব্রেন্ডন।কিন্তু সতীর্থদের ঠিকঠাক সাপোর্ট না পাওয়ায় তার একার লড়াই খুব একটা কাজে লাগেনি।ম্যাচে দুরন্ত ইনিংস খেলার ফলস্বরূপ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন কলিন ইনগ্রাম।প্রথম ম্যাচেই জিতে নিয়েছিলেন ” ম্যান অফ দ্য ম্যাচ ” এর পুরস্কার।