৫. ইমাম উল হক (পাকিস্তান )
সংযুক্ত আরব আমরশাহীতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান – শ্রীলঙ্কা।সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে পাক দল।এমন একটি পরিস্থিতি’তে তৃতীয় ম্যাচ খেলতে নামে তারা।
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা দল।বল হাতে একাই লঙ্কা ব্যাটিং বাহিনী কে শেষ করে দেয় হাসান আলী।পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।তার দুরন্ত বোলিংয়ের উপর ভর করে ৪৮.২ ওভার শেষে ২০৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
জবাবে ব্যাটিং করতে নেমে দারুণ ইনিংস খেলে পাকিস্তান ব্যাটসম্যান ইমাম উল হক।অভিষেক ওয়ানডে ম্যাচে খেলেন ১২৫ বলে ১০০ রানের ইনিংস।ইনিংসে ছিলো ৫ টি চার এবং ২ টি ছয়।সেইদিন ” ম্যান অফ দ্য ম্যাচ ” নির্বাচিত হয়েছিলেন ইমাম।