শ্রীশান্ত
শান্তাকুমারণ শ্রীশান্তের জীবন ছিল বৈচিত্র্যে মোড়া। একদিকে ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জেতা, অন্যদিকে আইপিএলে ফিক্সিংয়ের জন্য আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া – জীবনের চড়াই উতরাই দেখেছেন শ্রীশান্ত। এই পরিস্থিতিতে শ্রীশান্তের কাহিনী নিয়ে বায়োপিক খুব ভালো উপায় হতে পারে।