TOP5: সদ্য ঘোষিত হওয়া ভারতীয় টীম থেকে বাদ পড়া পাঁচ সেরা ক্রিকেটার ! 1

দীর্ঘ অপেক্ষার অবসান। এর তরফে ঘোষিত হলো আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দল। দলের তালিকা কে কেন্দ্র করে তামাম দেশের মানুষের মধ্যে তৈরী হয়েছিল একাধিক প্রশ্ন। কে পড়বে বাদ ? কে আসবে নতুন এমনই নানান প্রসঙ্গ উঠে এসেছে বিভিন্ন সময়ে।সেই সবের অবসান হলো কয়েক মুহুর্ত আগে। এবছর কাপ জেতার অন‍্যতম দাবিদার মনে করা হচ্ছে “বিরাট বাহিনী” কে। আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। দলে যেমন দেখা গেছে প্রত‍্যাশিত ক্রিকেটার ঠিক তেমনই একাধিক সম্ভাবনময় ক্রিকেটার পড়েছে বাদ। যা নিয়ে ইতিমধ্যে দেশের ক্রিকেট প্রেমিদের মনে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আসুন চোখ রাখা যাক সুযোগ না পাওয়া সেরা পাঁচ ভারতীয় ক্রিকেটারের দিকে।

 

১. ঋষভ পন্থ

TOP5: সদ্য ঘোষিত হওয়া ভারতীয় টীম থেকে বাদ পড়া পাঁচ সেরা ক্রিকেটার ! 2

বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষনা করার পর প্রথমেই যে ক্রিকেটারের বাদ পড়ায় অবাক হয়েছে গোটা দেশ তিনি ঋষভ পন্থ। উদীয়মান এই তারকা ক্রিকেটারকে অনেকেই ভেবেছিল ইংল্যান্ডের মাটিতে দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিবসীয় ম‍্যাচে অভিষেকের পর থেকেই একের পর এক দুরন্ত প‍্যারফরমেন্স দিতে দেখা গেছে এই ক্রিকেটার কে। কিন্তু তার দলে জায়গা পাওয়ায় অন্তরায় হয়ে দাড়ালো অভিঙ্গতা। সে জন্য অগ্রাধিকার পেলেন দীনেশ কার্তিক।

২. অজিঙ্কা রাহানেTOP5: সদ্য ঘোষিত হওয়া ভারতীয় টীম থেকে বাদ পড়া পাঁচ সেরা ক্রিকেটার ! 3

একদিবসীয় ভারতীয় ক্রিকেট দলের অত‍্যন্ত পরিচিত মুখ এই ডান হাতি ব‍্যাটসম‍্যান।একাধিক ম‍্যাচে ভারতকে এনে দিয়েছেন জয়।কিন্তু সাম্প্রতিক সময়ে কোহলির আনা নতুন পন্থা যেখানে ব‍্যাটিং অর্ডারে চারনম্বর স্থানে বিভিন্ন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হচ্ছে সেই জন‍্যে দল থেকে বাদ পড়তে হলো এই ব‍্যাটসম‍্যান কে।যদিও খুব শীঘ্রই তিনি দলে প্রত‍্যাবর্তন করবেন এমনটাই মনে করা হচ্ছে।

৩. আম্বাতি রাইডুTOP5: সদ্য ঘোষিত হওয়া ভারতীয় টীম থেকে বাদ পড়া পাঁচ সেরা ক্রিকেটার ! 4“ইয়ো-ইয়ো” টেস্টে ব‍্যর্থতার পরেও দলে ভারতীয় দলে প্রত‍্যাবর্তন হয়েছিল আম্বাতি রাইডুর। সেই সময় অনেকেই ভেবেছিল বিরাটের দলে চার নম্বরে ব‍্যাট করার জন্য আদর্শ তিনি। যদিও পরবর্তী সময়ে প্রত‍্যাশা পূরনে ব‍্যর্থ হন তিনি এবং জাতীয় দলে ক্রমশ হয়ে পড়েন অপ্রাসঙ্গিক।

৪. উমেশ যাদবTOP5: সদ্য ঘোষিত হওয়া ভারতীয় টীম থেকে বাদ পড়া পাঁচ সেরা ক্রিকেটার ! 5দলের সর্বক্ষন প্লেয়ার বদলে খেলিয়ে দেখার পলিসির জন্যে যদিও সবথেকে বেশি কেউ সমস্যায় পড়েন তিনি হলেন উমেশ যাদব।এর জন্যে পরবর্তী সময়ে দল থেকে বাদ পড়তে হয় তাকে। গতবছর আইপিএলে প‍্যারফরমেন্সের উপর ভিত্তি করে দলে ফিরেছিলেন তিনি। যদিও গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিবসীয় সিরিজের পর আর তাকে দেখা যায়নি বিরাটের একদিনের টিমে।

৫. ইশান্ত শর্মাTOP5: সদ্য ঘোষিত হওয়া ভারতীয় টীম থেকে বাদ পড়া পাঁচ সেরা ক্রিকেটার ! 6অনেকেরই ইশান্তের নাম দেখে খানিকটা অবাক হতে পারেন। কিন্তু তার মতো একজন অভিঙ্গ বোলারের প্রয়োজন ছিল বিরাটের দলে।একদিকে যখন একদম চেনা ছন্দের ধারেকাছে নেই ভুবনেশ্বর কুমার তখন তার বদলে ইশান্তের মতো একজন অভিঙ্গ সিমারের কথা ভাবতেই পারতো নির্বাচকমন্ডলী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *