TOP 5: সর্বকালের সেরা ৫ উইকেটরক্ষক ব্যাটসম্যান 1
Getty Images

১. অ্যাডাম গিলক্রিস্ট

TOP 5: সর্বকালের সেরা ৫ উইকেটরক্ষক ব্যাটসম্যান 2

আক্রমাত্বক ক্রিকেটের জন্য বিশেষভাবে পরিচিত ছিলে সাবে এই অস্ট্রেলিয়ান। যেকোন পিচেই খেলা হত রান তাঁর ব্যাটে ধরা দিতে যেন বাধ্য থাকতো সবসময়। একা হাতে অসংখ্য ম্যাচ জেতানো এই ক্রিকেটার স্ট্যাম্পের পিছনে গ্লাভস হাতেও ছিলেন সমান জনপ্রিয়। টেস্ট ক্রিকেটে হেদেনের সাথে ওপেনিং করতে নামলে বিশ্বের যেকোনো বোলিং লাইনআপকে তুলধুনো করে ছাড়তেন। ২০০৭ সালে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো ইনিংসটিই তাঁর ক্যারিয়ারের সেরা ব্যাটিং হিসেবে বিবেচনা করা হয়। শুধু কি তাই ক্রিকেট মাঠে সবার সাথে সৌহার্দপূর্ণ যে আচরণ তিনি করতেন তা পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয়।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *