৩. মহেন্দ্র সিং ধোনি
ক্যাপ্টেন্সি, ব্যাটিং কিংবা উইকেটরক্ষক তিন বিভাগেই সমানতালে জনপ্রিয় মহেন্দ্র সিং ধনি। তাঁর অধিনায়কত্বে বেশ কয়েকটি ট্রফিও জিতেছে ভারত। মিডল অর্ডার পজিশনে ব্যাট করা ধোনি দলের প্রয়োজনে যেকোনো জায়গায় দলের ত্রাতা হয়ে ব্যাট হাতে নেমে যেতেন পিচে। ২০১১ সালে ম্যাচ জেতানো ছক্কা ভারতীয় ক্রিকেটে মনে রাখার মত মুহূর্ত। ক্ষিপ্র গতির এই উইকেটরক্ষক অবসরে গেলে তাঁর উত্তরসূরির জন্য ধুঁকতে হতে পারে টিম ইন্ডিয়াকে।