top-5-targets-for-rr-in-ipl-auction
Rajasthan Royals | Image: Getty Images

IPL 2025: ৩১ অক্টোবর রিটেনশন তালিকা প্রকাশ করেছে রাজস্থান রয়্যালস (RR)। সঞ্জু স্যামসনের সাথে সেখানে জায়গা হয়েছে যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ (Riyan Parag), শিমরণ হেটমায়ার, ধ্রুব জুড়েল (Dhruv Jurel) ও সন্দীপ শর্মা’র। একটিও রিটেনশন হাতে রাখে নি তারা। সৌদি আরবের জেড্ডা শহরে আগামী ২৪ ও ২৫ নভেম্বর বসতে চলেছে আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। সেখান থেকেই স্কোয়াডের বাকি সদস্যদের বেছে নিতে হবে রাজস্থানকে। ২০০৮-এর চ্যাম্পিয়নরা এবার কোচ হিসেবে ফিরিয়ে এনেছে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। চলতি বছরেই সতেরো বছরের অপেক্ষা শেষে ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। এবার রাজস্থানকেও সতেরো বছর পর আইপিএল (IPL) জেতাতে পারেন কিনা, সকলের নজর এখন সেদিকেই।

Read More: IPL 2025: শুধুমাত্র দিল্লী নয়. শ্রেয়স আইয়ারকে দলে সামিল করতে ব্যাঙ্ক ব্যালান্স খালি করবে এই ফ্র্যাঞ্চাইজি !!

জস বাটলার-

Jos Buttler | IPL | Image: Getty Images
Jos Buttler | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে আইপিএলে (IPL) পথচলা শুরু করেছিলেন জস বাটলার (Jos Buttler)। কিন্তু ২০১৮ থেকে তিনি ছিলেন রাজস্থান রয়্যালসেই। গোলাপি জার্সিতেই কেরিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন তিনি। করেছেন ৭টি শতরান। জিতেছেন ২০২২ সালের কমলা টুপি। এবারের রিটেনশন তালিকায় তাঁকে জায়গা করে দিতে পারে নি রাজস্থান। কিন্তু ক্রিকেটমহল মনে করছে যে  ফ্র্যাঞ্চাইজি সর্বস্ব দিয়ে ঝাঁপাবে ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক-ব্যাটারকে ফিরে পেতে। ওপেনিং স্লটে যশস্বী জয়সওয়ালের সঙ্গী হওয়ার জন্য বাটলারই (Jos Buttler) হতে চলেছেন ফ্র্যাঞ্চাইজির প্রথম পছন্দ। সংবাদমাধ্যম সূত্রে খবর যে কলকাতা নাইট রাইডার্সেরও নজর রয়েছে ইংল্যান্ড ক্রিকেটারের দিকে। দুই পক্ষের মধ্যে চলতে পারে দড়ি টানাটানি। ১৫-১৬ কোটি অবধি দাম উঠতে পারে তাঁর।

অর্জুন তেন্ডুলকর-

Arjun Tendulkar | Image: Getty Images
Arjun Tendulkar | Image: Getty Images

তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করতে সবসময় পছন্দ করেন রাহুল দ্রাবিড়। ২০২৫-এর আইপিএলে (IPL) তাঁর হাত ধরেই আইপিএলে নবজন্ম হতে পারে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে ২০২১ থেকে রয়েছেন শচীনের পুত্র। কিন্তু যথেষ্ট সুযোগ পান নি তিনি। খেলেছেন মাত্র ৫ ম্যাচ। উইকেট সংখ্যা ৩।  চলতি রঞ্জি মরসুমে ভালো ছন্দে রয়েছেন জুনিয়র তেন্ডুকর। গোয়ার হয়ে অরুণাচলের বিরুদ্ধে ২৭ রানের বিনিময়ে ৫ উইকেটও নিয়েছেন। তা সত্ত্বেও বাম হাতি পেস বোলিং অলরাউন্ডারকে এবার রিলিজ করে দিয়েছে মুম্বই (MI)। তাঁর সাম্প্রতিক ফর্ম বিচার করেই মেগা নিলামে তাঁর জন্য ঝাঁপাতে পারে রাজস্থান। মিডিয়াম পেস বোলিং-এর পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী হতে পারেন অর্জুন। তাঁর জন্য ৫০-৭৫ লক্ষ টাকা অবধি খরচ করতে পারে ফ্র্যাঞ্চাইজি।

মহম্মদ সিরাজ-

Mohammed Siraj | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

ট্রেন্ট বোল্ট, আবেশ খান’দের ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস (RR)। পেস বিভাগে অভিজ্ঞ কাউকে প্রয়োজন তাদের। সেই শূন্যস্থান পূরণের জন্য তারা দলে নেওয়ার চেষ্টা করতে পারে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কেরিয়ারের প্রথম আইপিএল মরসুমটি খেলেছিলেন সিরাজ। এরপর চলে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সাত বছর কাটিয়েছেন সেখানে। পরিসংখ্যান বলছে যে ৯৩ ম্যাচে তিনি নিয়েছেন ৯৩ উইকেট। শেষ দুই বছরে নিয়েছেন যথাক্রমে ১৯ ও ১৫ উইকেট। বিশেষ করে নতুন বল হাতে পাওয়ার-প্লে’তে ঘাতক হয়ে উঠতে প্রায়শই দেখা যায় তাঁকে। জাতীয় দলে কোচ দ্রাবিড়ের (Rahul Dravid) সাথে ইতিপূর্বে কাজ করেছেন সিরাজ। আইপিএলেও ‘দ্য ওয়াল’-এর তুরুপের তাস হয়ে উঠতে পারেন তিনি। নিলামে সিরাজের জন্য ৮-১০ কোটি খরচ করতে পারে রাজস্থান।

হ্যারি ব্রুক-

Harry Brook | Image: Getty Images
Harry Brook | Image: Getty Images

ইংল্যান্ডের হ্যারি ব্রুক (Harry Brook) দীর্ঘদিন ধরেই রয়েছেন রাজস্থান রয়্যালসের রেডারে। ২০২৩-এর মিনি নিলামে নিজেদের অকশন পার্সে থাকা পুরো অর্থটাই ব্রুকের পিছনে খরচ করতে রাজী ছিলো রাজস্থান (RR) ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই যাত্রায় শিকে ছেঁটে নি ভাগ্যে। ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে ছিনিয়ে নিয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর কেটে গিয়েছে দুই বছর। ফের আইপিএল (IPL) অকশনে নাম লিখিয়েছেন ব্রুক। এবার আর তরুণ তুর্কিকে হাতছাড়া করতে রাজী নয় রয়্যালস’রা। বিধ্বংসী ব্যাটার হিসেবে ইতিমধ্যে তিন ফর্ম্যাটেই নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন ব্রুক (Harry Brook)। তাই তাঁকে দলে নিতে প্রতিদ্বন্দ্বীতা যে চলবে তা বলাই যায়। হয়ত ৭-৯ কোটি টাকা তাঁর জন্য খরচ করতে পারেন দ্রাবিড়রা।

মার্কাস স্টয়নিস-

Marcus Stoinis | IPL | Image: Getty Images
Marcus Stoinis | Image: Getty Images

অস্ট্রেলিয়া’র অলরাউন্ডার মার্কাস স্টয়নিস’কে (Marcus Stoinis) লক্ষ্ণৌ সুপারজায়ান্টস যে রিলিজ করতে পারে তা অনুধাবন করতে পারেন নি ক্রিকেটমহলের একটা বড় অংশই। গত মরসুমে লক্ষ্ণৌ দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। নিয়মিত মিডল অর্ডারে নেমে বড় শট খেলেছেন। ১২৪ রানের একটি চোখধাঁধানো ইনিংসও খেলেছিলেন। সাথে নিয়েছিলেন ৪টি উইকেট’ও। এবার মেগা নিলামে তাঁকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে রাজস্থান রয়্যালস। পাঁচ নম্বর ব্যাটিং স্লটটি আপাতত শূন্য রয়েছে তাদের। সেখানে আদর্শ বিকল্প হতে পারেন স্টয়নিস। তবে সহজ হবে না তাঁকে পাওয়া। বিশেষজ্ঞদের মতে হট ফেভারিট হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। অজি অলরাউন্ডারের জন্য ১২-১৪ কোটি টাকা খরচের জন্যও প্রস্তুত থাকতে হতে পারে ফ্র্যাঞ্চাইজিকে।

Also Read: IPL 2025: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় ঋষভ পন্থ, ৩০ কোটিতে দলে নিচ্ছে RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *