IPL 2025: মেগা নিলামের আগে আইপিএলের (IPL) অন্যতম চর্চিত ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। গত তিন বছর তাদের অধিনায়ক হিসেবে ছিলেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু কর্মকর্তাদের সাথে মনমালিন্যের কারণে সরে দাঁড়িয়েছেন তিনি। রিটেনশন তালিকায় থাকতে চান নি কর্ণাটকের তারকা। পরিবর্তে নিকোলাস পুরান (Nicholas Pooran), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), আয়ুষ বাদোনি (Ayush Badoni), মায়াঙ্ক যাদব (Mayank Yadav) ও মহসীন খান’কে (Mohsin Khan) ধরে রাখার পথে হেঁটেছে তারা। এখনও একটি আরটিএম বিকল্প হাতে রেখে দিয়েছেন দলমালিক গোয়েঙ্কারা। রিটেনশনের পর তাদের হাতে থাকা অর্থের পরিমাণ ৬৯ কোটি। এই অর্থ খরচ করে যথেষ্ট শক্তিশালী স্কোয়াড গড়া সম্ভব বলেই মনে করছে ক্রিকেটমহল। বিশেষজ্ঞদের ধারণা যে এই পাঁচ তারকার পিছনে অর্থের বৃষ্টি করতে পারে সুপারজায়ান্টস শিবির।
Read More: IPL 2025: “টাকার জন্য ছাড়ি নি…” দিল্লীতে ফিরছেন ঋষভ পন্থ? গাওস্করকে সাফ জবাব তারকা ক্রিকেটারের !!
ফাফ দু প্লেসি-
কে এল রাহুলের (KL Rahul) বিদায়ের পর নয়া অধিনায়কের খোঁজে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ফ্র্যাঞ্চাইজি। সাথে প্রয়োজন নয়া ওপেনারেরও। সেই শূন্যস্থান পূরণের জন্য ফাফ দু প্লেসি’র (Faf du Plessis) উপর বাজি ধরতে পারে তারা। ২০২২ থেকে ২০২৪ অবধি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন প্রোটিয়া তারকা। তার আগে গায়ে চাপিয়েছেন চেন্নাই সুপার কিংসের জার্সি। প্রত্যেকটি দলের হয়ে সফল তিনি। ১৪৫টি আইপিএল (IPL) ম্যাচে ৩৬ গড় ও ১৩৭ স্ট্রাইক রেটে তিনি ৪১৭৫ রান করেছেন। বয়সের কথা মাথায় রেখে তাঁকে রিলিজ করে দিয়েছে আরসিবি। কিন্তু ক্রিকেটীয় দক্ষতাতে যে মরচে পড়ে নি তার প্রমাণ সিপিএলে দিয়েছেন ফাফ (Faf du Plessis)। তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট লুসিয়া কিংস। মেগা নিলামের জন্য ২ কোটি টাকা ভিত্তিমূল্য স্থির করেছেন দু প্লেসি। ৬-৮ কোটিতে তাঁকে দলে নিতে পারে লক্ষ্ণৌ।
অনরিখ নর্খিয়া-
মার্ক উড (Mark Wood), শামার জোসেফ (Shamar Joseph), নবীন-উল-হক (Naveen-ul-Haq), একঝাঁক বিদেশী পেসারকে ছেঁটে ফেলেছেন সঞ্জীব গোয়েঙ্কারা। বোলিং বিভাগকে ঢেলে সাজানোই লক্ষ্য তাদের। দু প্লেসির মতই আরও এক দক্ষিণ আফ্রিকান তারকার দিকে হাত বাড়াতে পারে সুপারজায়ান্টস টিম ম্যানেজমেন্ট। তিনি-অনরিখ নর্খিয়া (Anrich Nortje)। এক্সপ্রেস পেসার হিসেবে সুনাম রয়েছে তাঁর। দিল্লী ক্যাপিটালসের (DC) হয়ে ২০২০ থেকে খেলেছেন তিনি। পাঁচ মরসুমে ৪৬ ম্যাচ খেলে নিয়েছেন ৬০ উইকেট। তাদের অন্যতম স্টার পারফর্মার হওয়ার সত্ত্বেও সুযোগ পান নি রিটেনশন তালিকায়। পাওয়ার প্লে’তে নতুন বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে প্রায়শই দেখা গিয়েছে তাঁকে। মায়াঙ্ক যাদবের সাথে নর্খিয়ার জুটি ফায়দা এনে দিতে পারে লক্ষ্ণৌকে। তাঁর জন্য খরচ হতে পারে ৮-৯ কোটি টাকা।
পৃথ্বী শ-
কেরিয়ারের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ভারতীয় দলে তিন বছরেরও বেশী সময় সুযোগ পান নি তিনি। দিল্লী ক্যাপিটালস’ও (DC) রিটেন করার পথে হাঁটে নি তাঁকে। সম্প্রতি মুম্বই রঞ্জি দল থেকেও নিয়মশৃঙ্খলা ভাঙা ও ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন তিনি। অন্ধকারে ডুবে যাওয়া তরুণ তুর্কিকে আলোয় ফেরাতে পারে নবাবের শহর লক্ষ্ণৌ (LSG)। ওপেনার হিসেবে পৃথ্বী’র (Prithvi Shaw) উপরেই বিনিয়োগ করতে পারেন গোয়েঙ্কারা। সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজির প্রশিক্ষক জাস্টিন ল্যাঙ্গারের (Justine Langer) কড়া কোচ হিসেবে সুনাম রয়েছে। তাঁর তত্ত্বাবধানে নিয়মানুবর্তিতা ও সংযম যদি ফিরে আসে পৃথ্বী’র ক্রিকেটে, তাহলে লক্ষ্ণৌ দলের অন্যতম সম্পদ হয়ে উঠতে পারেন তিনি। আসন্ন নিলামে পৃথ্বী বেস প্রাইস স্থির করেছেন ১ কোটি। তাঁকে ৩-৪ কোটিতে দলে নিতে পারে লক্ষ্ণৌ (LSG)।
জিতেশ শর্মা-
কে এল রাহুলের পাশাপাশি লক্ষ্ণৌ ছেড়ে দিয়েছে ক্যুইন্টন ডি কককেও। অর্থাৎ জেড্ডার মেগা অকশন থেকে এক বা একাধিক উইকেটরক্ষক-ব্যাটারকে দলে নিতেই হবে তাদের। কোচ ল্যাঙ্গারের উইশলিস্টের উপর দিকেই থাকতে পারে জিতেশ শর্মা’র (Jitesh Sharma) নাম। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে নেমে ধুন্ধুমার ইনিংস খেলার দক্ষতা রয়েছে তাঁর। পাঞ্জাব কিংসের হয়ে ৪০ ম্যাচে প্রায় ১৫২ স্ট্রাইক রেট ও ২৩ গড়ে তিনি ৭৩০ রান করেছেন। নিকোলাস পুরান বা আয়ুষ বাদোনির সাথে লোয়ার অর্ডারে তাঁর ৫০ বা ৬০ রানের জুটি লক্ষ্ণৌর জন্য জয় ও হারের ব্যবধান হতে পারে। দস্তানা হাতেও দেশের সেরাদের মধ্যে একজন জিতেশ। ক্যাচ বা স্টাম্পিং বড় একটা ফস্কান না তিনি। তাঁর অন্তর্ভুক্তি সাফল্য এনে দিতে পারে ফ্র্যাঞ্চাইজিকে। জিতেশের জন্য ৫-৬ কোটি খরচ করতে পিছপা হবে না লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।
কেশব মহারাজ-
লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) রেডারে থাকা তারকাদের মধ্যে পঞ্চম নামটি হতে পারে কেশব মহারাজের (Keshav Maharaj)। SA20 লীগে গোয়েঙ্কাদের মালিকানাধীন ডারবান সুপারজায়ান্টসের জার্সি গায়ে চাপাতে দেখা যায় তাঁকে। এবার আইপিএলেও (IPL) সুপারজায়ান্টস শিবিরেই নাম লেখাতে পারেন তিনি। রবি বিষ্ণোই ছাড়া দ্বিতীয় কোনো স্পিনারকে রিটেনশন তালিকায় রাখে নি লক্ষ্ণৌ (LSG)। বাদ দেওয়া হয়েছে অমিত মিশ্র, ক্রুণাল পাণ্ডিয়াদের (Krunal Pandya)। কিন্তু তাদের হোমগ্রাউন্ড একানা স্টেডিয়ামে বাইশ গজ সাধারণত স্পিন সহায়কই হয়ে থাকে, ফলে ঘূর্ণি বোলিং-এর দিকে জোর দিতেই হবে ফ্র্যাঞ্চাইজিকে। বিষ্ণোইয়ের (Ravi Bishnoi) লেগস্পিনের পরিপূরক হতে পারে মহারাজের বাম হাতি অফস্পিন। ২-৩ কোটিতে তাঁকে নিতে পারে লক্ষ্ণৌ।
Also Read: IPL 2025: শুধুমাত্র দিল্লী নয়. শ্রেয়স আইয়ারকে দলে সামিল করতে ব্যাঙ্ক ব্যালান্স খালি করবে এই ফ্র্যাঞ্চাইজি !!