বৈভব সূর্যবংশী-

ভারতীয় এশিয়া কাপ (Asia Cup 2025) দলে সবচেয়ে বড় চমক হতে পারে বছর ১৪’র বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বিহারের সমস্তিপুরের কিশোর শোরগোল ফেলে দিয়েছিলেন আইপিএলের আসরে। প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজদের মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করে সম্পূর্ণ করেছিলেন শতরান। মাত্র ৩৫ বলে তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়ে বৈভব প্রমাণ করে দিয়েছিলেন যে বড় মঞ্চের জন্য প্রস্তুত তিনি। এরপর অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলের হয়ে এশিয়া কাপে সাফল্য পেয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে করেছেন ঝোড়ো শতরান। ওয়ান ডে’তে একটি অর্ধশতকও পেয়েছেন বিহারের কিশোর। সিনিয়র জাতীয় দলে তাঁকে ‘ফাস্ট ট্র্যাক’ করতে পারেন নির্বাচকেরা। ১৬ বছরে ভারতের হয়ে খেলেছিলেন শচীন তেন্ডুলকর। সেই রেকর্ড ভাঙতে পারেন বৈভব সূর্যবংশী।