হর্ষিত রাণা-

কোচ গৌতম গম্ভীরের ‘তুরুপের তাস’ হর্ষিত রাণা (Harshit Rana)। কয়েক মাসের মধ্যে তিন ফর্ম্যাটেই দিল্লীর তরুণ ফাস্ট বোলারকে ভারতের জার্সি উপহার দিয়েছেন তিনি। কোচের আস্থার দামও দিয়েছেন হর্ষিত। প্রথম ভারতীয় বোলার হিসেবে তিন ফর্ম্যাটেই অভিষেক ম্যাচে তিন বা তার বেশী উইকেট তুলে নিয়েছেন তিনি। ফেব্রুয়ারি-মার্চে দুবাইয়ের মাঠেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ তখন জসপ্রীত বুমরাহ’র বদলি হিসেবে সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন হর্ষিত। সূত্রের খবর এশিয়া কাপেও (Asia Cup 2025) হর্ষিতের জন্য দরজা বন্ধ করবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নতুন বল হাতে যেমন সপ্রতিভ তিনি, তেমনই কার্যকরী ডেথ ওভারে। তাঁর এই জোড়া দক্ষতাই নির্বাচকদের রেডারে জায়গা করে দিয়েছে হর্ষিতকে। এছাড়া ব্যাট হাতেও কার্যকরী হতে পারেন হর্ষিত। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে শতরান। যা বাড়তি সুবিধা দিতে পারে তাঁকে।