top-5-susprise-packages-in-asia-cup

রজত পাটিদার-

Rajat Patidar | Image: Getty Images
Rajat Patidar | Image: Getty Images

সংযুক্ত আরব আমিরশাহীর স্পিন সহায়ক বাইশ গজে বসতে চলেছে এশিয়া কাপের (Asia Cup 2025) আসর। পরিবেশ-পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচকদের ভাবনায় জায়গা করে নিতে পারে রজত পাটিদারের (Rajat Patidar) নাম’ও। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে স্পিনের বিরুদ্ধে অন্যতম সেরা ব্যাটার তিনি। এছাড়া রজতের অন্যতম ইতিবাচক দিক তাঁর দুর্দান্ত ধারাবাহিকতা। ২০২৪-এর আইপিএলে ১৭৮ স্ট্রাইক রেটে ৩৯৫ রান করেছিলেন তিনি। ২০২৫-এও ১৪৪ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৩১২ রান। কঠিন পরিস্থিতিতে বহু ম্যাচে দলকে উদ্ধার করেছেন তিনি। মধ্যপ্রদেশের তারকার টি-২০ ফর্ম’ও এই মুহূর্তে অনবদ্য। ২০২৫-এ তাঁর হাত ধরে ট্রফি খরা কাটিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ফলে তাঁর ‘চ্যাম্পিয়ন্স লাক’কেও নিঃসন্দেহে কাজে লাগাতে চাইবে ‘মেন ইন ব্লু।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *