প্রভসিমরণ সিং-

এই মুহূর্তে টি-২০তে স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি যে এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে থাকবেন তা স্পষ্ট। তবে দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার কে হবেন সে সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য মেলে নি। ঈশান কিষণ আহত, পায়ের মেটাটার্সাল ভাঙায় মাঠে নামতে পারছেন না ঋষভ পন্থ’ও। এমতাবস্থান জিতেশ শর্মা, ধ্রুব জুরেলদের পাশাপাশি ক্রিকেটমহলের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে প্রভসিমরণ সিং-এর (Prabhsimran Singh) নাম’ও। পাঞ্জাবের তরুণ গত বেশ কয়েকটি মরসুম জুড়েই পাঞ্জাব কিংস জার্সিতে দারুণ সপ্রতিভ। ওপেনার হিসেবে একের পর এক ঝোড়ো ইনিংস খেলেছেন। টি-২০ কেরিয়ারে তাঁর স্ট্রাইক রেট ১৫০’র কাছাকাছি। ফলে তাঁকে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ দিতেই পারে ভারত।