TOP 5: বহু জটিলতার পর আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। গত ২৪ জুলাই গ্রুপ বিন্যাস ও টুর্নামেন্টের সূচি ঘোষণা করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ-এ’তে। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান। আমিরশাহীর বিপক্ষে ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করতে চলেছে ‘মেন ইন ব্লু।’ দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ১৪ তারিখ। পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম মুখোমুখি হতে চলেছে দুই শিবির। ধুন্ধুমার লড়াইয়ের আভাস পাচ্ছে ক্রিকেটদুনিয়া। আর শেষ গ্রুপ ম্যাচ ১৯ তারিখ ওমানের বিপক্ষে। ভারতীয় দলে কারা জায়গা পাবেন তা নিয়ে কৌতূহল রয়েছে বিশেষজ্ঞমহলে। সূত্রের খবর চলতি সপ্তাহে স্কোয়াড ঘোষণা করতে পারেন অজিত আগরকার’রা।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া। তাদের স্কোয়াডে পাঁচ চমক হতে পারেন-
Read More: বাগদান পর্ব সারার পরেই ধাক্কা অর্জুনের, ক্রিকেট জীবন শেষের পথে শচীন পুত্রের !!
রিয়ান পরাগ-

গত দেড়-দুই বছরে ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে জায়গা করে নিয়েছেন অসমের তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগ (Riyan Parag)। আইপিএলে রাজস্থান রয়্যালসের (RR) জার্সিতে ভরসা যুগিয়েছেন তিনি। ২০২৪ মরসুমে ৫৭৩ রান এসেছিলো তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন। ২০২৫-এ রাজস্থান তেমন দাগ কাটতে না পারলেও ৩৯৩ করেছেন রিয়ান। কোচ গৌতম গম্ভীরের অন্যতম পছন্দের ক্রিকেটার তিনি। ইতিমধ্যেই টি-২০ ও ওয়ান ডে দুই ফর্ম্যাটেই রিয়ানকে (Riyan Parag) ব্যবহার করেছেন টিম ইন্ডিয়ার নয়া কোচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলিং-এও নজর কেড়েছেন তিনি। ফলে এশিয়া কাপে (Asia Cup 2025) স্কোয়াডের গভীরতা বাড়ানোর স্বার্থে দুবাইগামী বিমানের টিকিট তুলে দেওয়া হতেই পারে রিয়ানের হাতে।