TOP 5: ফিরে দেখা ২০২২ ! এই বছরে ক্রিকেটের বাইশ গজকে বিদায় জানিয়েছেন যে ৫ তারকা খেলোয়াড় !! 1

কিয়েরণ পোলার্ড-

Kieron Pollard | image: twitter
Caribbean legend Kieron Pollard has retired from cricket in 2022

টি-২০ ক্রিকেটের আরেকজন নক্ষত্র কিয়েরণ পোলার্ডও (Kieron Pollard) ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২২ সালে। উইন্ডিজ দলের হয়ে দুইবার টি-২০ বিশ্বকাপ জিতেছেন তিনিও। দেশের হয়ে ১২৩ একদিনের ম্যাচে রান করেছেন ২৭০৬। রয়েছে ৩ টি সেঞ্চুরি এবং ১৩ টি হাফসেঞ্চুরি। নিয়েছেন ৫৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০ তে ৮৩ ইনিগসে করেছেন ১৫৬৯ রান। এছাড়াও ১০১ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। মুম্বিই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার আইপিএল জিতে নজির গড়েছেন তিনি। তাঁর দৈত্যাকার ছক্কা আর ঘাতক স্লো বলগুলিতে ভর করে কত ম্যাচ যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে তার হিসেব মনে হয় দিতে পারবে না পরিসংখ্যানবিদের রেকর্ডের খাতাও। জাঁকজমকে ভরা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ কিয়েরণ পোলার্ড (Kieron Pollard) নামের প্রতিভার সাথে পরিচিত হয় ২০১০ সালে। মুম্বই ইন্ডিয়ান্স জার্সি গায়ে চাপিয়ে ২২ বছরের অনামী প্রতিভা পোলার্ড প্রথম মরসুমেই ১৪ ম্যাচে ২৭৩ রান করেন। নজর কাড়ে তাঁর ১৮৫.৭১ এর দুরন্ত স্ট্রাইক রেট। বোলিং-এ নেন ১৫ উইকেট। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি। দেখতে দেখতে কেটে গিয়েছে ১৩ টা বছর। আস্তে আস্তে মুম্বই পল্টনের ঘরের ছেলে হয়ে ঊঠেছেন ত্রিনিদাদের পোলার্ড। কিয়েরণ পোলার্ড থেকে লাসিথ মালিঙ্গা, রোহিত শর্মা বা সূর্যকুমার যাদব’দের কাছে হয়েছেন আদরের ‘পলি।’ ১৩ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৮৯ ম্যাচে ৩৪১২ রান এবং ৬৯ উইকেট নিয়েছেন তিনি। লোয়ার অর্ডারে ব্যাট করেও করেছেন ১৬টি অর্ধশতক, মেরেছেন ২২৩ টি ছক্কা। ২০২২-এ ক্রিকেটকে বিদায় জানালেও মুম্বই দলের পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছেন পোলার্ড (Kieron Pollard)।

Read More: TOP 3: এই ৩ প্লেয়ার আইপিএলে নিয়েছেন সর্বাধিক হ্যাটট্রিক, তালিকায় আছেন একজন ব্যাটসম্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *