TOP 5: ফিরে দেখা ২০২২ ! এই বছরে ক্রিকেটের বাইশ গজকে বিদায় জানিয়েছেন যে ৫ তারকা খেলোয়াড় !! 1

সুরেশ রায়না-

Suresh Raina | image: twitter
Mr.IPL Suresh Raina bade cricket adieu in 2022

ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। মিডল অর্ডারে রায়নার ঝোড়ো ব্যাটিং-এ এখনও চোখে লেগে রয়েছে অনেকের। ভারতের হয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য রায়নাও প্রতিযোগিতামূলক ক্রিকেটের আসর থেকে বিদায় নিয়েছেন ২০২২ সালে। নিজের কেরিয়ারে তিনি ১৮ টেস্টে করেছেন ৭৬৮ রান। রয়েছে ১ টি শতরান এবং ৭ টি অর্ধশতক। ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই শতরান করা প্রথম খেলোয়াড় তিনি। একদিনের ক্রিকেটে রায়না খেলেছেন ২২৬ ম্যাচ। ৫৬১৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। করেছেন ৫ টি শতরান এবং ৩৬ টি অর্ধশতরান। মিডল অর্ডার ও ম্যাচের শেষের দিকে দ্রুত রান তুলে বহু ম্যাচে তিনি ভারতকে জয় এনে দিয়েছেন। টি-২০ ক্রিকেটে আন্তর্জাতিক আঙিনায় রায়না (Suresh Raina) ৭৮ ম্যাচে করেছে ১৬০৪ রান। ১ টি শতরানের সঙ্গে রয়েছে ৫ টি হাফসেঞ্চুরিও। আইপিএল প্রতিযোগিতাতেও সমান সফল ছিলেন তিনি। ২০৫ আইপিএল ম্যাচে ৫৫৬৮ রান করেছেন রায়না। তাঁর অসামান্য ধারাবাহিকতার জন্য তাঁকে MR.Ipl বলেও ডাকেন অনেকে। চেন্নাই সুপার কিংস ফ্যানেদের কাছে অবশ্য তিনি আদরের ‘চিন্না থালা’ অর্থাৎ ছোটো দাদা। রায়নার (Suresh Raina) বিদায়ে আইপিএলের রঙ খানিকটা হলেও ফিকে হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *