TOP 5: ফিরে দেখা ২০২২ ! এই বছরে ক্রিকেটের বাইশ গজকে বিদায় জানিয়েছেন যে ৫ তারকা খেলোয়াড় !! 1

রবিন উথাপ্পা-

Robin uthappa | image: twitter
IPL 2014 Orange Cap winner Robin Uthappa retired from cricket in 2022

কর্ণাটকের ওপেনার রবিন উথাপ্পা (Robin Uthappa) ভারতের অন্যতম স্টাইলিশ ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটজনতার খুবই প্রিয় ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে উথাপ্পার আগমন ২০০৬ সালে। একদিনের ক্রিকেটে ৪৬ ম্যাচে ৯৩৪ রান রয়েছে তাঁর। করেছে ৫ টি অর্ধশতক। এছাড়াও ২০০৭ এর টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন উথাপ্পা (Robin Uthappa)। পাকিস্তানের বিরুদ্ধে বোল আউটে উইকেটে বল লাগিয়ে তাঁর টুপি খুলে অভিবাদন জানানো বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক অমর ছবি হয়ে রয়েছে। আন্তর্জাতিক টি-২০ তে ১৩ ম্যাচে রবিন করেছেন ২৪৯ রান। আইপিএলের মঞ্চে তিনি কিংবদন্তীর পর্যায়ে পড়বেন। ২০১২ এবং ২০১৪ সালের ট্রফিজয়ী কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য ছিলেন তিনি। ২০১৪ সালে ৬৬০ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপিও জিতেছিলেন। এছাড়াও চেন্নাই সুপার কিংসের হয়েও তাঁর প্রদর্শন ছিলো চোখ ধাঁধানো। পনেরো বছরের আইপিএল কেরিয়ারে ২০৫ ম্যাচে তিনি করেছেন ৪৯৫২ রান। রয়েছে ২৭ টি অর্ধশতক। স্ট্রাইক রেট ১৩০.৩৫। ২০২২ সালে বাইশ গজকে চিরবিদায় জানিয়েছেন উথাপ্পা (Robin Uthappa)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *