৩. অভিষেক ১৩১ বনাম ইংল্যান্ড

২০ জুন ১৯৯৬ সালে টেস্ট ক্রিকেটে আবির্ভাব হয়েছিল বাংলার প্রতিভাবান সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly)। তারকা ক্রিকেটার লর্ডসে তাঁর অভিষেক ম্যাচটি খেলেছিলেন। ইংল্যান্ডের বিরূদ্ধে ১৩১ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন সৌরভ। ক্রিকেটের আঁতুরঘর অর্থাৎ ইংল্যান্ডের লর্ডসে ক্রিকেট বিশ্বে এক চমকপ্রদ অভিষেকে সৌরভ গাঙ্গুলি এক অসাধারণ পারফর্মেন্সের মাধ্যমে মঞ্চ দখল করেন। ইতিহাসের পাতায় নিজের নাম লিখে দেন সৌরভ। কেবল একমাত্র ভারতীয়ই নন, বরং টেস্ট ক্রিকেটের সবচেয়ে সম্মানিত অঙ্গনে প্রথম সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটারও হয়ে ওঠেন দাদা। নির্ভুলতা এবং সূক্ষ্মতার সাথে তিনি ৩০১ বলে ১৩১ রানের এক অসাধারণ ইনিংস উপহার দেন ভক্তদের। সৌরভ তাঁর এই ইনিংসটি ২০টি বাউন্ডারি দিয়ে সাজিয়েছিলেন।