বিশ্ব ক্রিকেটে অন্যতম বড় সুপারস্টার হলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। ক্যারিয়ারে একেরপর এক ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলার এই প্রতিভা। বাঙালির গর্ব সৌরভ ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রায় ১৬ বছর ভারতীয় ক্রিকেট দলে দাপটের সঙ্গে একেরপর এক ম্যাচে নিজের দক্ষতা দেখিয়ে দলকে জেতার পথ দেখিয়েছেন। ওডিআই ক্রিকেটে একমাত্র খেলোয়াড় হিসেবে পরস্পর চার বছর ১ হাজারের বেশি রানের রেকর্ড এখনও তাঁর নামেই রয়েছে। সৌরভের এই রেকর্ড শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) কিংবা বিরাট কোহলির (Virat Kohli) মতন মহান খেলোয়াড়রাও ভাঙতে পারেননি। তাছাড়া, টেস্ট ক্রিকেটে সৌরভের গড় কখনও ৪০’এর নিচে নামেনি যেটিও একটি বিশ্ব রেকর্ড। ক্যারিয়ারে তিনি ১৮,৪৩৩ রান বানিয়েছেন এবং ভারতীয়দের মধ্যে পঞ্চম সর্বাধিক। সৌরভের খেলা পাঁচটি সেরা ইনিংস এই প্রতিবেদনে পেশ করা হলো।
১. বিশ্বকাপে ১৮৩ রান বনাম শ্রীলঙ্কা

২৬ মে, ১৯৯৯ সালে ইতিহাস রচনা করেছিলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। বিশ্বকাপের গৌরবে সিক্ত টাউনটনের পবিত্র মাঠ গাঙ্গুলির অসাধারণ পারফর্মেন্সের সাক্ষী ছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের একটি মাস্টারক্লাস ইনিংস এসেছিল সৌরভের ব্যাট থেকে। তাঁর এই ১৮৩ রানের স্কোরটি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে হাঁকানো সবথেকে বেশি স্কোর। শুধু তাই নয়, সৌরভ এই ইনিংসে ১৫৮ বলে ১৭টি চার এবং ৭ টি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন। তার পাশাপশি, ১১৫.৮২ স্ট্রাইক রেটে তাঁর এই ইনিংসটি এসেছিল।